আমপানে চাষে ব্যাপক ক্ষতি পাঁশকুড়ায়, মাথায় হাত কৃষকদের

0
70

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

কয়েকঘণ্টার আমপান সুপার সাইক্লোন ঝড়ে লণ্ডভণ্ড গোটা রাজ্য। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া কাঁসাই নদীর তীরে সব চাইতে বেশি সবজি চাষ হয়, যা পাঁশকুড়ার বিভিন্ন ব্লকে যায়। নদীর দু’পাড়ে শুধু সবজি আর ফুলের বাগান। অনেকে আবার এই সবজি ও ফল বাগান দেখতে দূর-দূরান্ত থেকে আসতেন। আজ সব শেষ। আজ কাঁসাই নদীর পাড়ে শুধু আগের স্মৃতি ছাড়া কিছুই নেই ।

Farmer | newsfront.co
নিজস্ব চিত্র

পাঁশকুড়ার বিভিন্ন অঞ্চলে ঝড়ে তছনছ হয়ে গিয়েছে সবজি বাগান। পাঁশকুড়া ব্লকের গোবিন্দ নগর ,মাইসোর ,মহাঁপুর, পাটনা, নস্করদিঘী, মনসাপুকুর, বাকুলদা হাউর, সহ বিভিন্ন গ্রামে প্রচুর পরিমানে আলু, বেগুন, পটল, শসা, উচ্ছে, কুদরি , কুমড়ো সহ বিভিন্ন সবজি উৎপাদনে নজর কাড়ে। এই সব এলাকায় প্রচুর পরিমাণে বাদাম চাষ ও গোলাপ ফুল চাষ হয়।

আরও পড়ুনঃ ভুটানের এক তরুণী করোনা আক্রান্ত, চাঞ্চল্য জয়গাঁয়

কিন্তু আমপান তাণ্ডবের সবশেষ। মাথায় হাত পড়েছে সব চাষীদের। আর একমাস পর বাদাম খোলার শুরু হবে। কিন্তু জলের তলায় বাদাম। বৃষ্টির জলে পচে গিয়েছে বাদাম গাছের গোড়া। অনেক চাষিরা সারা বছর এই চাষ করে উপার্জন করে। আজ সব কেড়ে নিয়েছে আমপান ।

অনেকের কড়া সুদে টাকা ধার নিয়ে সবজি লাগিয়েছিলেন।কিন্তু সবজি নষ্ট হয়ে যাওয়াতে কী করে সেই টাকা শোধ করবেন, দিশেহারা চাষিরা। বাদাম থেকে বিভিন্ন তেল বের হয়। কিন্তু এই বাদাম নষ্ট হয়ে যাওয়াতে কতখানি তেল উৎপাদন করতে পারবে চিন্তায় পড়েছে বিভিন্ন সংস্থা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here