নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু টিচিং স্টাফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর অবিলম্বে ছাত্রছাত্রীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভার্চুয়াল মিটিংয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র অধ্যাপক সাফি কিদওয়াই।তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি ফাইজুল হাসান জানান, এই সিদ্ধান্তে দূরদূরান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীদের একদিকে যেমন বাড়ি ফিরতে অসুবিধা হবে, ঠিক তেমনি ফেরার পথে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে।
আরও পড়ুনঃ ব্যাংকের ৪৯ শতাংশ আমানত বিমার আওতায় নেইঃ RBI বার্ষিক রিপোর্ট
আবার সব জায়গায় ইন্টারনেট সুবিধা না থাকায় বাড়ি ফিরে গ্রাম অঞ্চলের ছাত্রছাত্রীরা পড়াশোনা বা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ব্যাপারে সমস্যায় পড়বে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584