গোয়ালতোড়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক অভিষেক

0
56

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

An aggressive debut against the BJP for abhishek
গোয়ালতোড়ের সভায়।নিজস্ব চিত্র

গণতন্ত্র বাঁচাও রথযাত্রা নিয়ে রাজ্য সরকার ও বিজেপির সংঘাত তুঙ্গে।এমনকি নবান্নের অসম্মতিতে পশ্চিমবঙ্গে রথের চাকা ঘোরানো বর্তমানে প্রায় অসম্ভব। এ অবস্থায় বিজেপিকে তীব্র কটাক্ষ সাংসদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গোয়ালতোড় এর সভা থেকে তৃণমূল সাংসদের কটাক্ষ এটা কোনো রথ নয় এটা রেস্তোরাঁ থেকে আনা বিলাশবহুল সেভেন স্টার গাড়ি । এর রথ বাংলার সাম্প্রদায়িক অসুরদের রথ।অভিষেকের দাবি, বিজেপি ধর্ম বিক্রি করে রাজনীতি করে। পাশাপাশি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি প্রধানমন্ত্রীর নমামি গঙ্গে প্রকল্প নিয়েও একহাত নেন বিজেপিকে।তার দাবি “নমামি গঙ্গে” তে দুর্নীতির পরিমাণ ৩ হাজার কোটি টাকা। পাশাপাশি দলকে শক্ত করতে কর্মীদেরকেও চাঙ্গা করার চেষ্টা করেন অভিষেক ব্যানার্জি। ২০১৯ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২ এ ৪২ টা সিট আনতে নেতার একত্রিত হওয়ার বার্তা দেন তৃণমূলের এই হেভিওয়েট সংসদ।বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে তরজা যে আরও তুঙ্গে উঠবে এমনটাই মত রাজনৈতিক মহলের ।

আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরে অভিষেকের সভায় পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here