নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুরঃ
এক বছর আগে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী অঞ্চলের নেপুরা গ্রামে জানা ইঁট ভাটার কাছে পূর্ণবয়স্ক দুটি দাঁতাল হাতি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় ।গতবছর বিদ্যুৎপৃষ্ট হয়ে দুটি হাতির মৃত্যুর পর গ্রামবাসীরা দুটি হাতির শ্রাদ্ধ করে গ্রামবাসীদের বসিয়ে খিচুড়ি প্রসাদ খাইয়ে ছিলেন। দুটি হাতির মৃত্যুর এক বছর পর রবিবার নেপুরা গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে মৃত দুটি হাতির বাৎসরিক শ্রাদ্ধের আয়োজন করা হয়।

গ্রামবাসীদের উদ্যোগে রীতি মেনে মৃত দুটি হাতির বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানে গ্রামবাসীরা উপস্থিত হয়েছিলেন। নেপুরা গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত ঘোষ বলেন মৃত হাতিদের আত্মার শান্তি কামনা করে ও গ্রামবাসীদের মঙ্গল কামনা করে রবিবার নিষ্ঠা সহকারে মৃত দুটি হাতির বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন প্রায় গ্রামে হাতি আসতো ফসলের ক্ষতি করত কিন্তু গ্রামবাসীরা কখনো হাতিগুলোকে বিরক্ত করতো না কিন্তু গত বছর বিদ্যুৎপৃষ্ট হয়ে দুটি হাতির মৃত্যুর ঘটনা আমরা কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনা। তাই রবিবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপগড় গ্রামের বাসিন্দা কিংকর জানা বলেন বিদ্যুৎ দফতরের জন্য ওই দুটি হাতি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছিল। তাই মৃত দুটি হাতির আত্মার শান্তি কামনা করে রবিবার তাদের বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গ্রামবাসীদের সকলের সহযোগিতায়। রবিবার মৃত হাতিদের শ্রাদ্ধ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয় গ্রামবাসীদের উপস্থিতিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584