নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশদ্রোহিতা আইনের কিছু আঙ্গিক নিয়ে ইদানিং সরব হচ্ছেন অনেকেই। এবার এই তালিকায় নাম উঠলো ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এসজি ভোমবাটকেরে-র। দেশদ্রোহিতা আইনের ১২৪(এ) ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। তাঁর আবেদন অনুযায়ী আইনের এই ধারাটি অত্যন্ত অস্পষ্ট এবং বাকস্বাধীনতার পরিপন্থী।
মামলাটি গৃহীত হয়েছে প্রধান বিচারপতি এনভি রমান্না, বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে। শীর্ষ আদালত আবেদনকারীর আইনজীবি পিবি সুরেশকে নির্দেশ দেয় পিটিশনের প্রতিলিপি দেশের এটর্নি জেনারেলকে পাঠানোর জন্য।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল ১১% শতাংশ, মিটিয়ে দেওয়ার ঘোষণা কেন্দ্রের
মামলার আবেদনে বলা হয়েছে সংবিধানের তৃতীয়ভাগে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সুনিশ্চিত করা হয়েছে। কিন্তু সংবিধানের ১৯(১)(এ) ধারা অনুযায়ী প্রাপ্ত মৌলিক অধিকার বাধার সম্মুখীন হচ্ছে ১৯(২) ধারার কারণে। যার প্রয়োগে মানুষের যেকোন কথা অথবা কাজকে যা দেশদ্রোহিতা বলে অভিহিত করা হচ্ছে তাকে দণ্ডনীয় অপরাধে পরিণত করছে যার সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। আবেদনে বলা হয়েছে, এর ফলে সরকারের প্রতি বিতশ্রদ্ধতাও পরিণত করা সম্ভব হচ্ছে দণ্ডনীয় অপরাধে।
আরও পড়ুনঃ লক্ষ্য ২২-এর বিধানসভা নাকি ২৪-এর লোকসভা! এবার রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠকে পিকে
আদালত আগামী ২৭ জুলাই পর্যন্ত সময় ধার্য করেছে এটর্নি জেনারেলের উত্তরের জন্য। মামলার পরবর্তী শুনানি সেদিনই হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584