ভারতীয় আশ্রয় শিবিরে মৃত্যু হল এক সাবেক ছিটমহলবাসীর

0
56

মনিরুল হক,দিনহাটাঃ
নিজের দেশে,নিজের পরিচয়ে বাঁচার আশা নিয়ে ভিটে-বাড়ি ছেড়ে ভারতের মূল ভূখণ্ডে এসেছিলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অভ্যন্তরের ভারতীয় ছিটমহল ১৫০ নং দাসিয়ার ছড়ায় বাসিন্দা বিনোদ বর্মণ।

মৃত বিনোদ বর্মণ। নিজস্ব চিত্র

ভারতের মূল ভূখণ্ডে চলে আসা ৬৮ বছর বয়সী বিনোদ বর্মণ দিনহাটার কৃষিমেলা এনক্লেভ সেটেলমেন্ট ক্যাম্পে রবিবার বিকেল ৫ টা নাগাদ মৃত্যু হয়। পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ,দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকার পর আজ তার মৃত্যু হয়েছে।

নিজস্ব চিত্র

ফুলন বর্মণ নামে এক প্রতিবেশী জানিয়েছেন, “চার জনের একটা পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্য দিয়েছে।বয়স হয়েছে ছিটমহলে তাদের ছেড়ে আসা জমির চিন্তা করতে করতে সে অসুস্থ হয়ে ওঠে। কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীনও ছিল। তারপর রবিবার বিকেল ৫টা নাগাদ মৃত্যু হয় তার।”মৃত বিনোদ বাবুর ছেলে সত্যবান বর্মণ বলেন, “বাবার অসুস্থ ছিল,১৫০ নং ছিটমহল দাশিয়ারি ছড়া থেকে ভারতের দিনহাটার কৃষিমেলা এনক্লেভ সেটেলমেন্ট ক্যাম্পে আসার পরেই কিছু দিন ভাল থাকে।তারপর অসুস্থ হয়ে পড়ে।বাবা আমাকে বলত ছিটমহলের দেড় বিঘা জমির কাগজ ঠিক ঠাক পাবত!সব সময় এই চিন্তায় করত।তারপর বাবা অসুস্থ হলে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসা করতে হয়েছিল,তারপর থেকে ঠিকমত খাবার খেত না। মাথা সব সময় যন্ত্রণা করত।এক কথায় পয়সার অভাবে আমি আমার বাবার চিকিৎসা করাতে পারলাম না।যদি ছিটমহলের জমিটা বিক্রি করতে পারতাল তাহলে হয়ত আমার বাবা মারা যেতনা।ওই জমির চিন্তায় আমার বাবা এই অবস্থা।দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ বিকেল ৫টা নাগাদ তার মৃত্যু হয়।” যদিও এ বিষয়ে শাসক দলের ও সরকারি কোন আধিকারিকের মন্তব্য পাওয়া যায় নি।

ছিটমহলবাসী। নিজস্ব চিত্র

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ জুলাই গভীর রাতে ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২ টি সাবেক ছিটমহল বিনিময় হয়েছিল।এগুলোর মধ্যে ভারতের ভূখণ্ডে ছিল বাংলাদেশের ৫১ টি। আর বাংলাদেশের ভূখণ্ডে ছিল ভারতের ১১১ টি ছিটমহল।দীর্ঘ ৬৮ বছর পর সে সব ছিটমহল বিনিময় হয়েছিল।এই বিনিময়ের পর আনন্দের বন্যা বয়ে যায় দুই দেশের ছিটমহল জুড়ে।সে সময়কার হিসাব অনুযায়ী,ভারতের অভ্যন্তরে ছিল বাংলাদেশের ১৪ হাজার ২১৪ জন বাসিন্দা। আর বাংলাদেশের ভেতরে ভারতীয় ছিটমহলে ছিল ৩৭ হাজার ৩৬৯ জন ভারতীয় বাসিন্দা। বাংলাদেশ থেকে ফিরে আসা সাবেক ভারতীয় ছিটমহলবাসীকে কোচবিহারের দিনহাটার কৃষিমেলা এনক্লেভ সেটেলমেন্ট ক্যাম্পে দিনহাটায় ৫৮ টি পরিবারের ২৪৬ জন সদস্য রয়েছেন।তার মধ্যে বয়স্ক একজন তিনি হলেন বিনোদ বর্মণ।

আরও পড়ুনঃ কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চোপড়া,মৃত এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here