নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
আবহাওয়া অফিসের নির্দেশ অনুসারে ও নিম্নচাপের জেরে কার্যত উত্তাল সমুদ্র,জলোচ্ছ্বাস পৌঁছে গেছে গার্ডওয়াল পর্যন্ত ৷ ফলে সমুদ্রের নোনা জল ঢুকে পড়েছে শহরে, আর কার্যত এই দৃশ্য এক অন্যরূপ এনে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা এলাকায় ৷
প্রশাসনের তরফ থেকে মোতায়েন করা হয়েছে বাড়তি নজরদারি ৷ মাইকিং এর মাধ্যমে দেওয়া হচ্ছে এলাকার মানুষকে সর্তক বার্তা ৷ বিভিন্ন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে ৷ তবে এই সতর্কতার মাঝেও প্রত্যেক বছর এই জলোচ্ছ্বাস দেখতে কার্যত ভিড় জমায় বহু পর্যটকরা ৷
তবে এই বছর মহামারি করোনা ভাইরাসের ফলে পর্যটকের সংখ্যা অনেকটাই কম ৷ অন্যান্য বছরের তুলনায় ফাঁকা রয়েছে সমুদ্র সৈকত এলাকা ৷ রয়েছে কিছু সংখ্যক পর্যটক, আর এই উত্তাল সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে প্রশাসনের সতর্ক বার্তা কে মাথায় রেখে দূর থেকেই দেখছে এই সমুদ্রের জলোচ্ছ্বাসের অপরূপ রূপ ৷
আরও পড়ুনঃ ফের চুরি খাকুড়দাতে! এক মাসে ঘটল প্রায় ৭টি চুরির ঘটনা
অনেকে তো আবার জলোচ্ছ্বাস এর মাঝে সেলফি তুলতে ব্যস্ত,তেমন ছবিও ধরা পরল এই দিন। আর সমুদ্রে কর্মরত এক নুলিয়া জানায় গত ১০ বছরেও দেখা যায়নি এ রকম জলোচ্ছ্বাস, তবে আমরা সব সময় তৈরি থাকছি আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য ৷ অন্যদিকে পর্যটকরাও দূর থেকে উপভোগ করছে এই সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসের দৃশ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584