করোনার কবলে আইসিএমআর-এর ঊর্ধতন বিজ্ঞানী

0
35

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর এক ঊর্ধতন বিজ্ঞানীর শরীরে ধরা পড়ল করোনা ভাইরাসের সংক্রমণ। সূত্রের খবর, ওই বিজ্ঞানী করোনা আক্রান্ত হওয়ার পর পর দুই দিন ভবন স্যানিটাইজ করা হচ্ছে, চত্বরে ছড়ানো হচ্ছে কীটনাশকও। এর জেরে সংস্থার কর্মীদের একাংশকে নোটিশ পাঠিয়ে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ICMR | newsfront.co
ফাইল চিত্র

দুই দিন আগে মুম্বইয়ের আইসিএমআর নিয়ন্ত্রিত ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডাক্টিভ হেল্থ বিভাগে কর্মরত ওই বিজ্ঞানী দিল্লিতে সংস্থার প্রধান দফতরে এক বৈঠকে যোগ দিতে এসেছিলেন। সেই সময়ই দিল্লিতে বিজ্ঞানীর করোনা পরীক্ষা করা হয়েছিল। এরপর রবিবার সকালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুনঃ ব্রেকিং নিউজ:অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, কাশ্মীরে খতম ৩ জঙ্গি

জানা গিয়েছে, দিল্লির ওই বৈঠকে অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন আইসিএমআর ডিরেক্টর জেনারেল ডক্টর বলরাম ভার্গবও। আইসিএমআর সূত্রে খবর, ওই বিজ্ঞানী করোনা পজিটিভ ধরা পড়ার কারণে সংস্থার কর্মীদের একাংশকে নোটিশ পাঠিয়ে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

নোটিশ দিয়ে স্পষ্ট জানানো হয়েছে, “শুধুমাত্র কোভিড-১৯ কোর টিমের সদস্যরা জরুরি প্রয়োজনে দফতরে আসতে পারবেন। বাকিদের বাড়ি থেকে কাজ করতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here