নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের হারের পরে নেট মাধ্যমে তীব্র আক্রমণের মুখে পড়েন মহম্মদ শামি। তাঁর ধর্মের কারণেই এই আক্রমণ। এরপরে গত শনিবার সাংবাদিক সম্মেলনে শামির সমর্থনে কঠোর বার্তা দেন বিরাট কোহলি। ব্যাস, এই অপরাধে কোহলি-র দশ মাসের শিশু কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হল।
অনেকেই বলেছিলেন যে এই জঘন্য মানসিকতার কাজ পাকিস্তানের কোনও ব্যক্তির করা। তবে সোমবার একটি ‘ফ্যাক্ট চেক’ সাইট জানিয়েছে এই হুমকি আদৌ কোন পাকিস্তানি নয়, বরং এক দক্ষিণপন্থী ভারতীয় টুইটার ব্যবহারকারীর।
গত শনিবার সাংবাদিক বৈঠকে কোহলি শামির সমালোচকদের উদ্দেশ্যে বলেন ধর্মের কারণে কাউকে এভাবে আক্রমণ সবথেকে নীচু মানসিকতার পরিচয়। এর পরেই গত ৩০ অক্টোবর রাত ১১.৫৫ মিনিটে আমেনা নামে এক টুইট ব্যবহারকারী কোহলির শিশু কন্যাকে ধর্ষণের হুমকি দিয়ে একটি টুইট করে।
আরও পড়ুনঃ এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ন বাটলার! তাঁর কাঁধে ভর দিয়ে লঙ্কান তরী পার
বহু মানুষ এই টুইটের তীব্র বিরোধিতা করেন আবার অনেকে দাবি করেন এই টুইট পাকিস্তানের কোন ব্যক্তির কারণ অ্যাকাউন্টটির প্রোফাইল পিকচারে পাকিস্তানের জার্সি পরা এক মহিলা ক্রিকেটারের ছবি দেওয়া রয়েছে। টুইটার কর্তৃপক্ষ এই টুইটটি মুছে দিয়েছেন তবে এরকম বহু দক্ষিণপন্থী ভারতীয় টুইটার প্রোফাইল রয়েছে যারা প্রায়শই এমন কাজ করে থাকেন বলে অভিযোগ অনেকেরই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584