শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
বাজার করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তপন থানার নয়াবাজার এলাকায়। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশি সূত্রে খবর, ওই বৃদ্ধার নাম পানুবালা দাস (৭৫)। বাড়ি গঙ্গারামপুর থানার নয়াবাজার দুর্গাপুর এলাকায়।
পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো বুধবার সকালেও নয়াবাজারে বাজার করতে গিয়েছিলেন তিনি।বাড়ি ফেরার পথে নয়াবাজার সাড়ে তিন নাম্বার মোড়ে একটি লরি পেছন থেকে ধাক্কা মারে তাকে। ঘটনায় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। এই ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় লরির চালক ও খালাসি। ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায় তপন গঙ্গারামপুর রাজ্য সড়কে। ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।
আরও পড়ুনঃ করোনায় মালদহে মৃত যুবক, আক্রান্ত ছয়শোর বেশি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ও তপন থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিকে পুলিশ ঘাতক লরিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। এলাকাবাসীদের অভিযোগ, ওই এলাকায় কোন স্পীডব্রেকার না থাকার জন্যই এই দুর্ঘটনা। অবিলম্বে ওই এলাকায় স্পীডব্রেকারের দাবি তুলেছেন এলাকার মানুষজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584