এলাকার সমাজসেবীদের সাহায্যে বাসস্থান পেল মরজেম শেখ

0
53

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

গত এক বছর আগে সামসেরগঞ্জ ব্লকের রতনপুর রেল গেট সংলগ্ন এলাকায় মরজেম শেখ নামে এক ব্যক্তি অসহায় অবস্থায় থাকতেন একটি কুঁড়েঘরে। এরপর একদিন হঠাৎই ঘরটি পড়ে যায়, অসহায় হয়ে পড়ে বছর ৬০-এর মরজেম শেখ। পঞ্চায়েত, বিডিও অফিস সহ বিভিন্ন দপ্তরে ঘুরেছেন ঘরের জন্য। মেলেনি অনুমতি, মেলেনি তার বাসস্থান। এরপর সঙ্গে সঙ্গে সংবাদ প্রতিনিধিরা সেখানে গিয়ে তার প্রতিচ্ছবি তুলে ভাইরাল করে ফেলেন।

an old man get house

তারপর সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হতে না হতেই মরজেম সেখের পার্শ্ববর্তী তরুণ তুর্কি সমাজসেবী সাহাবাজ আহ্মেদ বিভিন্ন দপ্তরে যান। ব্যাস এরপর সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী শুকুরদি সেখ সহ এলাকার আরও বিশিষ্ঠজনেরা। কেউ সিমেন্ট, কেউ বালি, কেউ টিন দিয়ে সাহায্য করেন ওই অসহায় পরিবারকে।

মরজেম শেখ বলেন, ‘শুকুরদি, মফিজ উদ্দিন শেখ ওরফে গামা, বাসির শেখ সহ অনেকেই আমাকে সাহায্য করে আমার বাড়িটি তৈরি করে দিল। আল্লাহ তাদের ভালো করুক। তারা সুস্থ ও শান্তিতে থাকুক।’ তিনি জানান, আমার খুব ভালো লাগছে, এখন ভালোভাবে থাকতে পারছি।

আরও পড়ুনঃ সম্প্রীতির নজির, হিন্দু বৃদ্ধকে রক্ত দিতে ছুটে আসল মওলানা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here