নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রাজ্যকে করোনা মুক্ত করতে এবার এগিয়ে এল খুদে অঙ্কন শিল্পীরা। করোনা মোকাবিলার জন্য রাজ্যে জারি হওয়া এই দীর্ঘ মেয়াদি লকডাউন মানছেন না অনেকেই। কিন্তু এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে যে,এই লকডাউন অত্যন্ত জরুরী। এই বিষয়টা প্রাপ্ত বয়স্ক এবং প্রবীনরা না বুঝলেও, ক্ষুদে নাগরীকরা কিন্তু এই লকডাউন নিয়ে যথেষ্ট তৎপর।
তাই এবার জেলাবাসীকে করোনার সংক্রমণের হাত থেকে রক্ষা করতে চিত্রের মাধ্যমে সচেতন বার্তা দিতে এগিয়ে এল ক্ষুদে শিল্পীরা। মূলত এই ভাবনাকে সামনে রেখে গত ১৬ই এপ্রিল থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে শুরু হয়েছে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের নিয়ে একটি অনলাইনে ড্রইং কম্পিটিশন।
আর এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা হল একটি বেসরকারি সংস্থা “সংকেত”। তবে এই প্রতিযোগিতায় নিয়ম করা হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক ছবি এঁকে, যে যার বাড়ির বাইরের দেওয়ালে লাগাতে হবে। আর সেই ছবির পাশে দাঁড়িয়ে প্রতিযোগীর ছবি তুলে পাঠাতে হবে। তবে এখানে একজন প্রতিযোগী প্রত্যেকদিন অংশ নিতে পারবে। সেই মত ২৪ এপ্রিল পর্যন্ত প্রায় ৪৫০টির মত ছবি অনলাইনের মাধ্যমে জমা পড়েছে সংস্থার দফতরে।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে কোভিড-১৯ হাসপাতালে ‘ওয়াকি টকি’ পরিষেবা চালু করল স্বাস্থ্যদফতর
মূলত লকডাউনে ঘরবন্দি ছাত্র ছাত্রীদের একঘেয়েমি জীবন কাটানোর পাশাপাশি রং তুলির আঁচড়ে ফুটে উঠছে এই মারণঘাতী ভাইরাসের নানা ছবি। এর পাশাপাশি মেনে চলা হচ্ছে চিকিৎসকদের দেওয়া নানা পরামর্শ ও নিয়ম বিধিও। তবে এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে মোট ৪৮ জনকে পুরস্কারের জন্যে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও যতজন অংশ নেবে সবাইকেই স্মারক উপহারের ব্যবস্থা থাকছে বলে উদ্যোগী সংস্থা সংকেতের পক্ষ হতে জানানো হয়েছে।
এমনকি পরিবেশ স্বাভাবিক হলে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে। তাই এই আয়োজন ঘিরে ক্ষুদে শিল্পীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। জানা যায়, ঘরবন্দী দশায় সকাল হলেই রং তুলি নিয়ে বসে পড়ছে শিল্পীরা শুধু তাই নয়, প্রতিযোগিতার বিধি মানতেও যথেষ্ট তৎপর শিল্পীরা বলে মত প্রকাশ সংস্থার। আর এই উদ্যোগ দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে সমাজসেবী থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584