শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হল হিলি ব্লকের তিওড় ভারত সেবাশ্রম সঙ্ঘের ফুটবল মাঠে। সকাল সাতটায় সেখানে সাহাপুর প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হন এলাকার পরিবেশ সচেতন মানুষজন। বর্তমান পরিস্থিতিতে কোভিড – ১৯ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সারা বিশ্ব আজ উদ্বিগ্ন। এই জটিল আবহে বিশ্ব শান্তির বার্তা দিতে ও এই পৃথিবীর দ্রুত সুস্থতা প্রার্থনা করতে বিশ্ব পরিবেশ দিবস পালন করলো উজ্জীবন সোসাইটি ।
সহযোগিতা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। আনলক -১ এর এই কঠিন সময়ে লকডাউনের সকল জরুরী স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, উপস্থিত সকল ব্যক্তিবর্গকে স্যানিটাইজ করে প্রদীপ প্রজ্জ্বলনের মাধম্যে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের তিওড় শাখার অধ্যক্ষ মহারাজ মাননীয় দিবাকরানন্দজী মহারাজ মহাশয় এবং বিনশিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় মানিকলাল মাহাত মহাশয়।
উজ্জীবন সোসাইটির উদ্যোগে পালিত বিশ্ব পরিবেশ দিবসের আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক সূরজ দাশ। তার বক্তব্যে তিনি তুলে ধরেন জাতি সঙ্ঘ নির্দেশিত জীববৈচিত্র্য বা বায়ো-ডাইভারসিটির কথা। এরপর বটবৃক্ষকে উত্তরীয় পড়িয়ে এবং রাখী বন্ধনের বাঁধনে পরিবেশ সুরক্ষার বার্তা দেন উদ্যোক্তারা।
আরও পড়ুনঃ বিদেশি পণ্য এখন নিষিদ্ধ আধা সেনার ক্যান্টিনে
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যারা একদম সামনে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছেন, এমন চারজন করোনা যোদ্ধা, আশাকর্মী ববি সরকার, অর্চনা মণ্ডল, লেখা ঘোষ, মৌসুমী লাহা চক্রবর্তী এবং আরও দুজন করোনা যোদ্ধা ভিআরপি হাকিম মুন্সী ও পরেশ মালিকে সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক এবং চারাগাছ তুলে দিয়ে সন্মানিত করা হয়।
পরিবেশ সুরক্ষার উপর বক্তব্যের মাধ্যমে আলোকপাত করেন নার্সিং পাঠরত ছাত্রী অনন্যা সাহা এবং অমিত লাহা। এরপর বৃক্ষরোপন করা হয় এবং চারাগাছ বিতরণ করা হয়। মূলত দেশজ উদ্ভিদ বৃদ্ধির বার্তা দিতে জাম – কাঁঠাল- নিম প্রভৃতি চারা বিতরণ করা হয় আজকের অনুষ্ঠানে। সব শেষে এলাকার বিভিন্ন স্কুল ও অফিস চত্বরে ব্লিচিং মিশ্রিত জল স্প্রে করে স্যানিটাইজ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুঞ্জডুঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বিদিশা চক্রবর্তী। ‘আমরা করবো জয়’ এই সমবেত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হয়। উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাশ বলেন, বর্তমান এই অতিমারীর সংকটকালে পরিবেশ সুরক্ষায় আগামীদিনেও নানান উদ্যোগ জারি থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584