পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
রবিবার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী পায়ওনিয়ার কো-অপারেটিভ এগ্রো সোশ্যাল ওয়েলফেয়ার সমিতি রাজ্যের মুখ্যমন্ত্রীর করোনা মোকাবিলার ত্রাণ তহবিলে এক লক্ষ এক টাকা দান করলেন। রবিবার কালিয়াগঞ্জের পায়ওনিয়ার সমিতির নিজস্ব ভবনে, সমিতির পক্ষ থেকে এই টাকার চেকটি কালিয়াগঞ্জের বিধায়ক মাননীয় তপন দেব সিংহের হাতে তুলে দেন সমিতির চেয়ারম্যান অসীম কুমার ঘোষ।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর নির্দেশ মানাতে বিজেপির ‘অভিনব’ প্রচার রায়গঞ্জে
এদিন সমিতির চেয়ারম্যান অসীম কুমার ঘোষ বলেন, “সারা বিশ্বের সাথে সাথে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এমনকি পশ্চিমবঙ্গের মানুষও করোনা ভাইরাসের আতংকে ব্যাপকভাবে আতংকিত। তাই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে ভাবে রাজ্যের মানুষদের পাশে এই বিপদে দাঁড়িয়েছেন,তা গোটা ভারতবর্ষের মানুষ দেখছে।
এমনকি রাজ্যের মানুষেরা যাতে এই লকডাউনের জেরে নিজেদের অসহায় না ভাবে। তাই রাজ্যের প্রতিটি মানুষদের নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য চাল,ডাল তেল ,আটা সব রকম জিনিস বিনা পয়সায় দিচ্ছে, তা এক কথায় অভাবনীয় বলা যায়।এমনকি রাজ্যের একটি মানুষও যাতে অর্থের অভাবে অনাহারে না থাকে, তার সব রকমের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি করোনা মোকাবিলার জন্য একটি ত্রাণ তহবিলও খুলেছেন তিনি। তাই আমরা এই রাজ্যের মানুষ হয়ে, মানুষদের সহায়তা করবার জন্য এই বিপদে আমাদের সমিতিও মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এক লক্ষ এক টাকা এই ত্রাণ তহবিলে দান করলাম”।
এছাড়াও তিনি বলেন, এই বিপদের সময় রাজ্যের মানুষদের বেশি বেশি করে এগিয়ে আসা উচিৎ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিশিষ্ট তৃণমূল দলের নেত্রী স্থানীয় ব্যক্তিদের সাথে বেশকিছু তৃণমূল কর্মীগন এবং সমিতির সমস্ত কর্মচারীগণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584