নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সাইকেল করে বাড়ি যাবার পথে বিহার থেকে আসা পরিযায়ী শ্রমিকদের পেটপুরে দুপুরের খাবারের ব্যবস্থা করলেন সমাজকর্মীরা। মঙ্গলবার ইসলামপুর মিলন পল্লী এলাকায় শিলিগুড়ি এবং বানারহাট সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক শ্রমিক বাড়ি ফিরছিলেন।

আরও পড়ুনঃ লালারস পরীক্ষাকেন্দ্র বাড়ানোর দাবি ডালুর
তাদেরকে ডেকে একটি হোটেলে খাবারের ব্যবস্থা করা হয় বলে জানান এই কর্মসূচির আয়োজক “পাশে আছি” সংস্থার অন্যতম কর্মকর্তা স্বরূপানন্দ বৈদ্য। তিনি জানান, এলাকার বাসিন্দা মনোতোষ সিনহা ও সুমন বিশ্বাসের সহযোগিতায় এদিন তারা তাদের এই কর্মসূচি পালন করেন। পঞ্চাশ জনের বেশি শ্রমিকের আহার তুলে দেওয়া হয়েছে এদিন। উল্লেখ্য, এর আগেও একাধিক শ্রমিককে বিভিন্ন খাবার তুলে দেওয়া হয়েছে এই সংস্থার পক্ষ থেকে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584