নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বাংলা আমার মাতৃভাষা এবং বাংলা আমার গর্ব। আর সেই বাংলায় সকলে যাতে নিজ অধিকার নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারে তার লক্ষ্যে এগিয়ে চলেছে “বাংলা পক্ষ” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সারা রাজ্য জুড়ে তাদের কর্মকাণ্ড ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

সুপার সাইক্লোন আমপানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রাজ্যে জুড়ে “বাংলা পক্ষ” এর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার “বাংলা পক্ষ” তমলুক থেকে হলদিয়া পর্যন্ত কয়েকশ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়।
আরও পড়ুনঃ হাসপাতাল পরিদর্শনে জেলা পরিষদের মেন্টর
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “বাংলা পক্ষ্যের” সহযোদ্ধা সৌভিক পট্টনায়েক, অনল জানা, সন্তু সামন্ত, অর্ণব দেবনাথ, শুভদীপ খাষ্ণবিস, শেখ আলাম সহ অন্যান্যরা। বাংলায়,বাংলার মানুষ স্বমহিমায় যাতে বসবাস করতে পারে, তারা যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্য তাদের এ লড়াই। সারা বছর মানুষের আপদে – বিপদে থেকে তাদের সাহায্য করে চলেছে প্রতিষ্ঠানের সদস্যরা বলে গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584