নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
খিদে পেটে ক্লান্ত শরীরে রাতের পর রাত ঘুম নেই। শুধু পথচলা। মহামারী ভাইরাসের মোকাবিলায় লকডাউনে এমনই পরিস্থিতির তৈরি হয়েছে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের। এই পরিস্থিতিতে কেউ ওড়িশা থেকে বিহারে চলেছেন, কেউবা ঝাড়খণ্ড থেকে উত্তর প্রদেশ, একপ্রান্ত থেকে অন্য প্রান্তে।
একটাই লক্ষ্য, ঘরে পৌঁছতে হবে। পরিবার পরিজন অপেক্ষা করছেন।ফলে একদিকে যেমন পেটের টান ,অপরদিকে পরিবারের টান দুটোকেই পাথেয় করে কেউ বা চলেছে পায়ে হেঁটে আবার কেউবা চলেছে সাইকেল পথে।
আরও পড়ুনঃ ভিন রাজ্যে আটকে থাকা শতাধিক সিকিমের বাসিন্দা এসে পৌঁছাল এনজেপিতে
এরকমই কিছু পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল পূর্ব মেদিনীপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন “সৃজন”। তাদের সাধ্য মতো রাত্রীকালীন আহারের ব্যবস্থা করে মানবিকতার পরিচয় দিল সৃজনের কর্মকর্তারা। আর এতেই আপ্লুত ভিন রাজ্যে আটকে থাকায় বহু পরিযায়ী শ্রমিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584