নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
শিক্ষার্থী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আবারও বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় এদিন। জলঙ্গি ব্লকের এই স্বেচ্ছাসেবী সংগঠন জনহিতকর কাজে এগিয়ে আসছে বারবার। গত ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবসের দিন তারা গাছ লাগায় ফরিদপুর হাই স্কুল লাগোয়া কিশোর সংঘ সংলগ্ন মাঠে। ৪১নম্বর কলিকাহারা প্রাথমিক বিদ্যালয়েও বৃক্ষরোপন করে তারা। তাদের এই কাজ এখনও চলবে বলে জানা গিয়েছে।
এই কাজ শুধু কয়েকটি জায়গায় সীমাবদ্ধ রাখলেই চলবে না, শুধু পরিবেশ দিবস উপলক্ষ্যে নয়, ভবিষ্যতের কথা ভেবে বছরের যে কোন সময়ে এই উদ্যোগ নেওয়া যেতে পারে বলে জানান সংস্থার সদস্যা হাবিবা পারভিন। সংস্থার এক সদস্য অসিত শর্মার বক্তব্য, “আমরা চাইছি এই বর্ষাকাল চলাকালীন আরও কিছু স্কুল চত্বরে গাছ লাগাতে। গাছগুলো বর্ষার জল পেয়ে বেড়ে উঠবে, আশা করছি আমরা। সাথে সাথেই স্থানীয় বাসিন্দাদের আশ্বাস পেয়েছি এই লকডাউনের মধ্যে গাছগুলো দেখভাল করার।”
দিনের পর দিন পরিবেশ যে ভাবে তার ভারসাম্য হারাচ্ছে তা থেকে বেরিয়ে আসার উপায় বেশি পরিমাণে গাছ লাগানো। একটি গাছ একটি প্রাণ, দূষণ রোধে বাঁচবে প্রাণ। তাই মাত্র কয়েক জনের মধ্যেই এই কর্মসূচি সীমাবদ্ধ না রেখে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজেকে এবং আগামী প্রজন্মকে অক্ষুণ্ণ রাখতে বছরের যে কোন দিনে যে কোন সময়ে পরিবেশকে আরও সবুজ করে তুলতে গাছ লাগানো উচিত বলে মনে জানান সংগঠনের সদস্যরা।
আরও পড়ুনঃ দূষণ কমে মিলতে পারে ইলিশ, বিধি মেনে প্রস্তুতি মৎস্যজীবীদের
পাশাপাশি এই সঙ্কটময় মুহূর্তে তাদের ভবিষ্যত পরিকল্পনার কথা জানান সংস্থার সদস্যা কাজী রুমা কুন্তম। তিনি বলেন, “গ্রামের দিকে মহিলাদের ঋতুচক্রের সময় স্যানিটারি প্যাড ব্যবহার করার চল খুবই কম। তাই আমরা চাইছি আগামীদিনে যুবতী মেয়ে ও মায়েদের হাতে খুবই স্বল্পমূল্যে স্যানিটারি প্যাড তুলে দিতে। যাতে তারা তাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584