মালদহের স্কুলে পালিত বৃক্ষরোপন কর্মসূচি

0
39

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

এখন স্কুল বন্ধ। কিন্তু তারমধ্যেও মালদহ জেলার অন্যতম পুরনো তথা ঐতিহ্যবাহী স্কুলটিতে পালিত হল পরিবেশ দিবস। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে সমাজকে সুস্থ রাখতে গাছ লাগানোর বার্তাই দিলেন মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলের শিক্ষক, পড়ুয়ারা।

tree planting | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা আবহের মধ্যেও বিভিন্ন এলাকায় পালিত হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি। শিক্ষকরা ছাড়াও হাজির ছিল স্কুলের এনএসএস তথা জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবকরা। প্রকল্পের আধিকারিক পার্থ চক্রবর্তী, স্কুলের প্রধান শিক্ষক আসরারুল হক ছাড়াও হাজির ছিলেন চাঁচল-১ ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য। পরিবেশকে সুস্থ রাখতে গাছের কি ভূমিকা তা নিয়ে আলোচনা করেন শিক্ষক সহ প্রশাসনের কর্তারা।

আরও পড়ুনঃ দেড় লক্ষ টাকার জালনোট উদ্ধার মালদহে

সচেতনতার পাশাপাশি স্কুল চত্বরে এদিন ৩০টি মেহগনি গাছও লাগানো হয়। জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, প্রধান শিক্ষকের পাশাপাশি প্রত্যেকেই গাছ লাগিয়ে সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা দেন। এছাড়াও এদিন সিদ্ধেশ্বরী স্কুলে ও বিভিন্ন অফিসে গাছ লাগানোর মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবসে চাঁচল ডিওয়াইএফ ও এসএফআইয়ের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here