নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনাঃ
প্রতিবন্ধকতা ও চরম দারিদ্রতাকে জয় করে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে সবার নজর কাড়ল দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের ছেলে বাপী ফকির। শুক্রবার বাপী ফকিরের পাশে দাঁড়িয়ে তাঁকে উৎসাহ জোগাল কলকাতা কেন্দ্রীক সমাজসেবী প্রতিষ্ঠান ‘আলো ট্রাস্ট’।
বাপী ফকিরের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নং ব্লকে। আলো ট্রাস্টের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। আগামীদিনে বাপীর উচ্চ- শিক্ষা লাভের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।
আরও পড়ুনঃ কলা বিভাগে ৪৯৪ পেয়ে রাজ্যে পঞ্চম ইয়াসমিনা
আলো ট্রাস্টের পক্ষ থেকে জেলা সভাপতি সরফরাজ আহমেদ, সমাজসেবী দীপাঞ্জন বিশ্বাস, লেখক মিজান ফকির প্রমুখ হাজির ছিলেন। ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা বাপী ফকিরকে অভিনন্দন জানানোর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংগঠকদের ধন্যবাদ জানিয়েছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584