নলবনায় আদিবাসী অধ্যুষিত গ্রামের দুঃস্থদের ত্রাণ বিতরণ পান্থপাদপ সোসাইটির

0
33

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা পরিস্থিতির সংকটকালে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল মেদিনীপুর শহরের এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “ধর্মাপান্থপাদপ সোসাইটি”। জানা যায়, শুক্রবার দুপুরে পান্থপাদপ সোসাইটির পক্ষ থেকে গোয়ালতোড় থানা ও গড়বেতা তিন নম্বর ব্লকের অধীনে থাকা ৮ নম্বর নলবনা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত প্রান্তিক গ্রাম হাসামারা (মৌজা – আমকান্দলা) ও মাতালিয়া (মৌজা – বাঁধগোড়া) এলাকার বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

relief distribution | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ত্রাণ সামগ্রী হিসেবে প্রান্তিক ৬০ টি আদিবাসী পরিবারের হাত চাল, তেল, আলু,পেঁয়াজ, মসুর, ডাল, হলুদ গুড়ো, লঙ্কাগুঁড়ো, সোয়াবিন, চানাচুর, বিস্কুট, সাবান, লবণ, মুড়ি সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে স্যানিটাইজ হলো মূক-বধির চিলড্রেন হোম “সূর্যোদয়”

এর পাশাপাশি এদিন স্থানীয় বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন পান্থপাদপ সোসাইটির তরফে শিক্ষক হীরুলাল পাখিরা,কাঞ্চনজ্যোতি দোলই ,সুজয় ঘোড়াই ও গবেষক অভি কোলে। এর পাশাপাশি গোয়ালতোড় থানার এ এস আই জয়দেব মন্ডলসহ অন্যান্য পুলিশ কর্মীদের তত্ত্বাবধানে সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে কর্মসূচি সম্পন্ন হয়।

এমনকি এই কর্মসূচি‌ সুষ্ঠু ভাবে রূপায়ণে গোয়ালতোড় থানা ও গড়বেতা-৩ ব্লক প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায়, বি ডি ও অভিজিৎ চৌধুরী ও আই সি ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে পান্থপাদপ সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। যদিও সোসাইটি পক্ষ থেকে জানানো হয়, এই সংকটময় পরিস্থিতিতে তাঁদের এই ক্ষুদ্র প্রয়াস মানুষের কিছুটা হলেও কাজে এলে তাঁরা খুশি হবেন। এছাড়াও আগামী দিনে তাঁরা আরও কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here