মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
মুম্বইয়ে সান্তাক্রুজ-চেম্বুর লিংক রোড সংলগ্ন বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুল। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছেন ১৩ জন শ্রমিক। এমনটাই জানালেন জোন ৮-এর পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ সিঙ্গে। আহতদের নিকটবর্তী ভি এন দেসাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বৃহন্মুম্বই পুরসভার বিপর্যয় মোকাবিলা দল। সেখানে রয়েছে দমকল এবং মুম্বই পুলিশও। ডেপুটি কমিশনার মঞ্জুনাথ সিঙ্গের কথায়, যেহেতু ওই উড়ালপুলে কাজ চলছিল, আর দুর্ঘটনাটি ভোরে ঘটেছে তাই বড়সড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে।
Mumbai: A portion of under-construction flyover connecting BKC main road & Santa Cruz–Chembur Link Road collapsed around 4:30 am. 13 people have sustained minor injuries & have been shifted to a hospital. There is no life loss & no person is missing: DCP (Zone 8) Manjunath Singe pic.twitter.com/26TjBSRi3N
— ANI (@ANI) September 17, 2021
প্রসঙ্গত, মুম্বই শহরে গত নয় বছরে ছয়টিরও বেশি উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ২০১৭ সালে মুম্বইয়ের চারনি রোড স্টেশনে ভেঙে পড়েছিল একটি ফুট ওভারব্রিজ। ওই একই সালেই মুম্বইয়ের ব্যস্ততম রেলস্টেশন ছত্রপতি শিবাজি টার্মিনাসের এলফিনস্টোন রেল স্টেশনের ব্রিজটিও আচমকাই ভেঙে পড়েছিল৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ২৩ জনের। গুরুতর আহত হয়েছিলেন প্রায় ৩৯ জন।
আরও পড়ুনঃ মহাকাশ যাত্রার ইতিহাসে ‘ল্যান্ডমার্ক’ সৃষ্টি করে মহাকাশে পাড়ি দিল স্পেস এক্সের ‘ইনস্পিরেশন ৪’
এরপর ২০১৮ সালে টানা বৃষ্টির জেরে মুম্বইয়ে আন্ধেরি স্টেশনে গোখেল ব্রিজের একাংশ এসভি রোডের উপর ভেঙে পড়েছিল৷ এই ব্রিজটি আন্ধেরি স্টেশনের পূর্ব থেকে পশ্চিম যুক্ত ছিল৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ৫ জন। ২০১৯ সালে মুম্বইয়ে ছত্রপতী শিবাজি টার্মিনাস রেল স্টেশনে ফুটব্রিজটিও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। ঘটনায় মৃত্যু হয়েছিল ৬ জনের, আহত হয়েছিলেন কমপক্ষে ৩৩ জন৷ সেইসময় এই ঘটনায় মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এরপর আরও বেশ কয়েকটি ফুটব্রিজ, উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে মুম্বইয়ে।
আরও পড়ুনঃ টেলিকম ক্ষেত্রে ১০০ শতাংশ এফডিআই, সিদ্ধান্ত মোদী সরকারের, সুবিধা পাবে না চীন-পাকিস্তান
আজ শুক্রবার আবারও সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটল। সান্তাক্রুজ-চেম্বুর লিংক রোড সংলগ্ন বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুল। ঘটনায় ১৩ জন সামান্য চোট পেলেও বড়সড় ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন জোন ৮-এর পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ সিঙ্গে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584