নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের শুরু থেকেই আওতার বাইরে রাখা হয়েছে মুদিখানা সহ সবজি, মাছ, মাংসের বাজার। সাধারণ মানুষের কথা ভেবে এলাকার বাজার ও দোকান খোলা রাখলেও সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রশাসন বারবার প্রচার করছে।
যদিও এ নিয়ে ইসলামপুরে পুলিশ প্রশাসন আগেই পদক্ষেপ নিয়েছে। তাই ঘিঞ্জি এলাকা থেকে বাজার সরিয়ে, খোলা মাঠে অস্থায়ী ভাবে বাজারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুনঃ লকডাউনে ভালো কাজের পুরস্কার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের ব্যান্ডপার্টির সদস্যদের
যদিও এদিন ইসলামপুর জেলার পুলিশ সুপার সচিন মক্কর বলেন, “ইসলামপুর পুলিশ জেলায় ৪৮টি বাজারকে ইতিমধ্যেই স্থানান্তরিত করেছে। এমনকি সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজারগুলি স্থানান্তরিত করা হয়েছে।
তবে এখন পর্যন্ত চোপড়া থানা এলাকায় সাতটি, ইসলামপুর থানা এলাকায় দশ টি, গোয়ালপোখরে কুড়িটি, চাকুলিয়াতে আটটি ও ডালখোলা থানা এলাকায় তিনটি বাজার স্থানান্তরিত করা হয়েছে”। তবে এর আগে যেখানে এই বাজারগুলি বসতো, সেখানে কিছুতেই ক্রেতাদের সামাজিক দূরত্ব বা ভিড় এড়ান সম্ভব হচ্ছিল না। সে কারনেই বাজারগুলি স্থানান্তরিত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584