তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
ভাকুড়ি ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। আহত আর এক বাইক চালক। স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধ্যায় এক বাইক চালক এক মহিলাকে নিয়ে বহরমপুর থেকে সারগাছির দিকে যাচ্ছিল। সেই সময় ভাকুড়ির মোড় সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কের উপর একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বাইক চালক ও ওই মহিলা।
দ্রুতগামী ট্রাক মহিলার দেহ পিষ্ঠ করে প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে যায়। ৩০০ মিটার রাস্তা জুড়ে হাত সহ দেহের টুকরো টুকরো অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম বন্দনা দেবনাথ(২৫), বাড়ি চুঁয়াপুরের সুকান্তপল্লী এলাকায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584