শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
কুম্ভকর্ণের ঘুম নিয়ে প্রচলিত গল্পকথা! সেই ঘুমকে এবার হার মানাল এক বিমান কর্মী। মুম্বাই থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যাবে ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফ্লাইটের কার্গো শাখায় মালামাল তুলছিলেন বিমান সংস্থাটির একজন কর্মী। এ কাজ করার একপর্যায়ে তিনি সেখানে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙার পর দেখতে পান, তিনি আবুধাবিতে।
বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের (ডিজিসিএ) কর্মকর্তারা আজ বুধবার এসব তথ্য জানান। ডিজিসিএ কর্মকর্তারা জানান, গত রবিবার ঘটনাটি ঘটে। বেসরকারি এয়ারলাইনস ইনডিগোর কর্মীদের একজন উড়োজাহাজে যাত্রীদের মালামাল তুলছিলেন। মাল তোলা শেষে কার্গো কম্পার্টমেন্টের এক পাশে তিনি ঘুমিয়ে পড়েন। এরপর কম্পার্টমেন্টের দরজা বন্ধ করে ফ্লাইটটি মুম্বাই বিমানবন্দর ছেড়ে চলে যায়।
এরপর ফ্লাইটটি আবুধাবি বিমানবন্দরে অবতরণ করলে বিমানবন্দর কর্তৃপক্ষ ইনডিগোর ওই কর্মীর মেডিকেল পরীক্ষা করানো হয়। পরীক্ষা শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজের কার্গো শাখায় মুম্বাই থেকে আবুধাবি গিয়ে পৌঁছানো ইনডিগোর ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি এখন স্বাভাবিক রয়েছেন।
আরও পড়ুনঃ হিন্দু রীতি মেনে বিয়ে না হওয়ার অভিযোগ, বিয়ের আসরে চলল গুলি, মৃত ১
ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানিয়েছেন, আবুধাবি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর একই ফ্লাইটেই তাঁকে যাত্রী হিসেবে মুম্বাইয়ে ফেরত পাঠানো হয়। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিজিসিএ কর্মকর্তারা। তবে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কারণে দেশজুড়ে জঙ্গি হামলা সহ একাধিক ইস্যুতে নানা প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে, সেখানে এমন ঘটনা নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন দাঁড় করাচ্ছে।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অবশেষে আইনি জটিলতা কাটল চারধাম প্রকল্পের, কাজ শুরু হবে শীঘ্রই
তবে এ ব্যাপারে জানতে ইনডিগোর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সংবাদ মাধ্যম। এক মুখপাত্র বলেন, ‘এ ঘটনা সম্পর্কে আমরা জেনেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানানো হয়েছে। বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584