মনিরুল হক, কোচবিহারঃ
হৃদরোগে আক্রান্ত হয়ে কোচবিহারে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার ভোরে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। ওই খবর ছড়িয়ে পড়তেই তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেখানে ভিড় জমাতে থাকেন।
ওই বেসরকারি নার্সিংহোমে সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও গুরুতর অবস্থায় ভর্তি হয়েছিলেন। গতকাল সকাল ১১ টা থেকে বুকে ব্যথা শুরু হয়। প্রথমে গুরুত্ব না দিয়ে ঘরোয়া ওষুধ খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করেছেন। রাতের দিকে ব্যথা বাড়লে ভর্তি করানো হয়। এই অবস্থায় মন্ত্রীর শারীরিক অবস্থার দিকে আরও কিছুদিন নজরদারি রাখতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি থাকার খবর পেয়ে তাঁকে দেখতে আসেন সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায়। খবর পেয়ে ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ, বিধায়ক উদয়ন গুহ, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিষ্ণুব্রত বর্মণ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকেরা।
আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত রবীন্দ্রনাথ
সিপিআইএম নেতা অনন্ত রায় ওই বেসরকারি হাসপাতালের সামনে এসে তৃণমূল নেতা উদয়ন গুহ ও বিনয় কৃষ্ণ বর্মণের সাথে কথা বলে রবীন্দ্রনাথ বাবুর শারীরিক অবস্থার খোঁজ নেন। বিনয় বাবু জানান, চিকিৎসকদের সাথে তাঁর কথা হয়েছে। রবীন্দ্রনাথ বাবু ভালো রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। জানা গেছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে বাইরে নিয়ে যাওয়া হবে। তাঁর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমস্ত কিছু ঠিক থাকলে রবিবার তাঁকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584