এখনই অবসর নয় জানিয়ে দিলেন জিমি

0
63

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ইংল্যান্ডের সর্বকালের সেরা বোলার। প্রায় দুই দশক ইংরেজদের নিজের আগুনের স্পেল দিয়ে সমৃদ্ধ করেছেন। আর মাত্র একটি উইকেট নিলেই বিশ্ব ক্রিকেটের চতুর্থ বোলার ও প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেট নেবেন পেসার জেমস অ্যান্ডারসন

James Anderson | newsfront.co
জেমস অ্যান্ডারসন। ফাইল চিত্র

শুক্রবার থেকে পাকিস্তানের সঙ্গে শুরু সাউদাম্পটনের টেস্টে সেই রেকর্ড ছুঁয়ে ফেলা শুধু নয় দলকে জেতাতেও চান। ম্যাঞ্চেস্টার টেস্টে ভালো বল করতে না পারায় তার অবসর নিয়ে জল্পনা হয়েছিল, তবে তিনি জানান এখন তো নয় ভবিষ্যতেও অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

আরও পড়ুনঃ দল ঘুরে দাঁড়াবেই আজহারকে ভরসা দিলেন সরফরাজ

তার কথায়, না, ‘ভবিষ্যতে অবসরের ইচ্ছে নেই। এই বিষয় নিয়ে চিন্তা করিনি এখনও। জানি গত সপ্তাহ আমার জন্য খারাপ গিয়েছে। কিন্ত অতীতেও এমন সময় গেছে আবার ফিরে এসেছি এবারও আসবো। আমি ভালো বল করিনি। রাস্তা খুঁজছি ছন্দে ফেরার।

গত দশ বছরে সম্ভবত প্রথমবার মাঠে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। মাঠে সেটা দেখাও গেছে। কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। সেটা অনুশীলন করে কাটিয়ে উঠেছি। আমার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে।‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here