সুপ্রিমকোর্টের বিচারপতির বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে নালিশ মুখ্যমন্ত্রীর

0
86

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নজিরবিহীন ঘটনা! দেশের সম্ভাব্য পরবর্তী প্রধান বিচারপতির বিরুদ্ধে বর্তমান প্রধান বিচারপতি এসএ বোবদের কাছে অভিযোগ জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Supreme court justice | newsfront.co
ওয়াই এস জগনমোহন রেড্ডি, মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশ এবং এন ভি রামনা, বিচারপতি। কোলাজ চিত্র

দেশের সম্ভাব্য পরবর্তী প্রধান বিচারপতি এন ভি রামানার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। হাইকোর্টের কয়েকজন বিচারপতির রস্টার-সহ বিচার প্রক্রিয়ার উপর বিভিন্ন ভাবে বিচারপতি রামানা প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন জগনমোহন রেড্ডি। অভিযোগের কথা, দেশের প্রধান বিচারপতি এস এ বোবদেকে চিঠি দিয়ে জানিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী।

আট পাতার অভিযোগপত্রে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি অভিযোগ করেছেন এন ভি রামানার সঙ্গে বিরোধী দলনেতা টিডিপির চন্দ্রবাবু নাইডুর ঘনিষ্ঠতা রয়েছে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত কতজন মন্ত্রী আয়ুষের চিকিৎসা নিয়েছেন? জানতে চায় আইএমএ

এছাড়া, বিরোধী দলের দুর্নীতি সংক্রান্ত বহু মামলায় এবং অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের বহু রায় নিয়ে প্রশ্ন তুলেছেন জগনমোহন। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট উদ্দেশ্যপ্রণোদিতভাবে রায় দিয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে, সেগুলিও বিচারপতি রামানা প্রভাবিত করার চেষ্টা করছেন বলে দাবি জগনমোহন রেড্ডির অভিযোগ পত্রে।

আরও পড়ুনঃ টিআরপি স্ক্যাম, মিডিয়া এথিক্স খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

বিচারপতি রামানার বিরুদ্ধে এই যাবতীয় অভিযোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আজেয়া কল্লাম।
এই অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত মাসে বিচারপতি এন ভি রামানা এক বই প্রকাশ অনুষ্ঠানে বলেছিলেন, আত্মপক্ষ নিয়ে কথা বলতে বিচারপতিরা সংযত থাকেন।

তাই বর্তমানে তাঁদেরই সমালোচনার নিশানা করা হচ্ছে। বিষয়টি আরও জটিল হয়েছে সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির বিস্তারের ফলে। বিচারপতিরা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে যাচ্ছেন। এরপরই গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।

অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির প্রধান অভিযোগ, তেলুগু দেশম পার্টির হয়ে কাজ করছেন বিচারপতি এন ভি রামানা। রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ডি শ্রীনিবাসের বিরুদ্ধে জমি সংক্রান্ত মামলাতেও হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রেখেছে বলে অভিযোগ ওয়াই এস আর কংগ্রেস প্রধানের।

অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট স্বাধীনভাবে কাজ করছে না। আদালতের কার্যপদ্ধতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছেন বিচারপতি রামানা, অভিযোগ পত্রে জানানো হয়েছে একথাও।

রাজনৈতিক মহলের ধারণা, অন্ধ্রপ্রদেশ সরকারের তিনটি রাজধানী তৈরির পরিকল্পনার বিরুদ্ধেও জনস্বার্থ মামলা গ্রহণ করেছে হাইকোর্ট। যা মুখ্যমন্ত্রীর ক্ষোভকে আরও উস্কে দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here