বিশ্বের ৬৯তম মিস ইউনিভার্স অ্যান্ড্রিয়া মেজা

0
107

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘মিস ইউনিভার্স ২০২০’র আসরে জয়ী হলেন মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা। বিশ্বের ৬৯তম মিস ইউনিভার্স হলেন তিনি। তাঁকে মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়িনী দক্ষিণ আফ্রিকার জেজিবিনি তুনজি।
এবারের বিজয়ীর পুরো নাম আলমা অ্যান্ড্রিয়া মেজা কারমোনা। ২৬ বছরের এই তরুণীর জন্ম মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে।

andrea meza | newsfront.co

তিন বোনের মধ্যে বড় বোন অ্যান্ড্রিয়া। সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি। ২০১৭ সালে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করেন এই কন্যে। এরপর মেক্সিকোর একটি সংস্থায় কাজে যোগ দেন। চাকরিতে যোগ দেওয়ার আগে থেকেই মডেলিং শুরু করেন অ্যান্ড্রিয়া। ২০১৬ সালে মিস ওয়ার্ল্ড মেক্সিকোর প্রতিযোগী হিসাবে নির্বাচিত হন। ওই বছরই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শেষ পাঁচে পৌঁছান এই কন্যে।২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড মেক্সিকো’র মুকুট মাথায় ওঠে। ওই বছরই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেক্সিকোর প্রতিনিধিত্ব করেন। ওই বছর মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ভারতের মানুসি চিল্লর। অ্যান্ড্রিয়া হন দ্বিতীয়।

miss universe | newsfront.co

প্রসঙ্গত, অতিমারির কারণে ২০২০ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা স্থগিত ছিল এতদিন। ১৬ মে তা সম্পন্ন হয় ফ্লোরিডার একটি হোটেলে।৭৪ জন প্রতিযোগীর মধ্যে থেকে প্রথমে ২১ জনে উঠে আসা। তারপর প্রথম ১০ জনের মধ্যে থাকা। আর তারপর প্রথম ৫ জনের মধ্যে জায়গা করে নেওয়া এবং অবশেষে মিস ইউনির্ভাসের শিরোপা মাথায় তুলে নেন অ্যান্ড্রিয়া।

আরও পড়ুনঃ দেখা হল দুজনার

সূত্রের খবর অনুযায়ী, বিচারকেরা তাঁকে প্রশ্ন করেন, নিজের দেশের নেতা হলে কী ভাবে এই অতিমারি পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণ করতেন?অ্যান্ড্রিয়া জানান- “নেতা হলে সংক্রমণ অনেকটা ছড়ানোর আগেই লকডাউন করে দিতাম। কারণ আমি মনে করি অতিমারির সঙ্গে লড়ার এটাই একমাত্র উপায়।”

আরও পড়ুনঃ রহস্যে মোড়া নিঃশর্ত ভালোবাসার গল্প আসছে কালারসে

এই নিয়ে মেক্সিকো থেকে ৩ জন মিস ইউনিভার্স হলেন। প্রথম মিস ইউনিভার্স হয়েছিলেন লুপিটা জোনস, দ্বিতীয় জন জিমেনা নাভারেটে।২০২০ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় চতুর্থ স্থানে রয়েছেন এক ভারতীয়। নাম অ্যাডলিনে কাস্টেলিনো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here