করোনা আক্রান্তদের জন্য অনীকের অনন্য উদ্যোগ

0
189

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কোভিড আক্রান্তদের পাশে একে একে এগিয়ে আসছেন সাধারণ জনতা থেকে শুরু করে তারকামহল। এবার এগিয়ে এলেন গায়ক অনীক ধর।করোনার হাত থেকে দ্রুত সুস্থতার প্রধান উপায় হল ভরপেট এবং ভালোমন্দ খাওয়াদাওয়া। কিন্তু আক্রান্তের বাড়ির সকলেই যদি সংক্রমিত হয়, তা হলে কীভাবে তা পাওয়া সম্ভব হবে? বাজারহাট, রান্নাবান্না করবে কে? সেই সমস্যার সমাধান নিয়েই এগিয়ে এসেছেন গায়ক অনীক ধর।

anik dhar | newsfront.co

বুধবার থেকে এইএমপিএল এবং ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সহায়তায় তিনি আক্রান্তের বাড়িতে বিনামূল্যে দুপুর এবং রাতের পুষ্টিকর খাবার পাঠিয়ে দিচ্ছেন।দক্ষিণ কলকাতার গড়িয়া থেকে পার্ক সার্কাস এবং টালিগঞ্জ থেকে ভবানীপুর পর্যন্ত এই খাবার সরবরাহ করা হবে।

আরও পড়ুনঃ সিরিয়ালে কাজ করলে অন্য কিছু থেকে ডাক মেলে নাঃ প্রসূন সাহা

পরিষেবা পেতে ইচ্ছুকদের আধার কার্ড এবং কোভিড রিপোর্টের শংসাপত্রের নকল-সহ যোগাযোগ করতে বলা হয়েছে এই নম্বরে- ৯৩৩০৩ ৬৬৫৪০।অনীকের কথা অনুযায়ী, ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সদস্যরাই চিকিৎসকের নির্দেশ মেনে স্বাস্থ্যসম্মতভাবে পুষ্টিকর খাবার রান্না করছেন। এবং সেই খাবারই প্যাকেটবন্দি হয়ে পৌঁছে যাবে আক্রান্তদের বাড়িতে। চাহিদা বাড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কথা বলা হবে হোটেল, রেস্তোরাঁর সঙ্গে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here