একগুচ্ছ দাবি নিয়ে পথে নামলেন অঙ্গনওয়াড়ী কর্মী সহায়িকারা

0
126

মোহনা বিশ্বাস, চুঁচুড়াঃ

Anganwadi staff protest on the road | newsfront.co
বিক্ষোভ সমাবেশ। নিজস্ব চিত্র

সোমবার হুগলী জেলাশাসক দফতরে বিক্ষোভ মিছিল ছিল অঙ্গনওয়াড়ী কর্মীদের। একগুচ্ছ দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কাস অ্যান্ড হেল্পারস্ ইউনিয়নের পক্ষ থেকে জেলাশাসকের কাছে যান তাঁরা। চুঁচুড়ার খাদিনা মোড় থেকে শুরু করে তোলাফটক হয়ে ঘড়ির মোড় গিয়ে শেষ হয় অঙ্গনওয়াড়ী কর্মীদের বিক্ষোভ মিছিল।

Anganwadi staff protest on the road | newsfront.co
সমাবেশে মহিলাদেরই ভিড়। নিজস্ব চিত্র

এরপর চুঁচুড়ার ঘড়ির মোড়ে একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভে বসেন কয়েক হাজার মহিলাকর্মী। ১৯৭৫ সালে প্রথম গঠিত হয় অঙ্গনওয়াড়ী। ৪৫ বছরের এই প্রকল্পে অঙ্গনওয়াড়ী কর্মী সহায়িকাদের কোনও উন্নতিই হয়নি। অঙ্গনওয়াড়ীর কাজ ছাড়াও যুবশ্রী, রূপশ্রীর সমস্ত কাজই তাঁদের দিয়ে করানো হচ্ছে বলে অভিযোগ কর্মী সহায়িকাদের।

আরও পড়ুনঃ শংকরপুর মৎস্য বন্দর বন্ধের দাবিতে মৎস্যজীবীদের আন্দোলন

Anganwadi staff protest on the road | newsfront.co
দাবি-দাওয়া। নিজস্ব চিত্র

তাঁরা আরও বলেন, বর্তমানে সরকারি কাজ সবটাই তাঁদের নিজস্ব মুঠোফোন দিয়ে করানো হয়। মোট ১৯ টি দাবি নিয়ে এই বিক্ষোভ মিছিল করেন অঙ্গনওয়াড়ী কর্মী সহায়িকারা।

Anganwadi staff protest on the road | newsfront.co
জলিরাণী চ্যাটার্জী, বিক্ষোভকারী। নিজস্ব চিত্র

এই দাবিগুলির মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি, (নূন্যতম মাসিক বেতন ১৮ হাজার টাকা করতে হবে), অবসরকালীন পেনশন চালু করা, সকলের পিএফ, ইএসআই চালু করা, গাছ তলায় চলা সেন্টারগুলি ভাড়া বাড়িতে স্থানান্তরিত করা এবং খাবারের মান উন্নয়ন করা।

এছাড়া আরও বেশ কয়েকটি দাবি নিয়ে আজ বিক্ষোভে বসেন তাঁরা। তাদের দাবি না মেনে নেওয়া হলে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন বলে জানান অঙ্গনওয়াড়ী কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here