নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
অঙ্গনওয়াড়ী সুপারভাইজারের বিরুদ্ধে স্মারকলিপি দিলেন হরিশ্চন্দ্রপুর-১ নং প্রজেক্টের অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা।
বৃহস্পতিবার বিকালে হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরির মাঠ থেকে শুরু করে শ্লোগান দিতে দিতে পায়ে হেঁটে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক চত্বরে পোঁছান কর্মীরা। বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন ৮ দফা দাবি সহ অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা বিডিও অনির্বাণ বসুর হাতে এক স্মারকলিপি তুলে দিয়েছেন।
আরও পড়ুনঃ রায়গঞ্জে করোনা আক্রান্ত এলাকা পরিদর্শনে চেয়ারম্যান
অঙ্গনওয়ারী কর্মীরা জানান, ‘সরকারের বরাদ্দকৃত ভোজ্যবস্তু চাল,ডাল,তেল, লবণ যে পরিমাণ সরবরাহ করা হয়, তার পরিমাণ ও গুনগত মান সরকারি নির্দেশের পরিপন্থী। সুপার ভাইজার শঙ্করী দাস বেনিফিশিয়ারি অনুযায়ী খাবার বরাদ্দ করেন না।
ভিজিটে গিয়ে খাতাপত্র তুলে নিয়ে চলে আসেন বলে অভিযোগ। মাঝেমধ্যেই পিকনিক, ফেয়ারওয়েল এবং অন্যান্য কর্মসূচির নাম করে জোর করে চাঁদা তোলেন। এ ধরনের অনেক অনিয়মের অভিযোগ রয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584