সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমানের শহরের সংস্কৃতি চর্চার অন্যতম প্রধান কেন্দ্র হল টাউন হল। কিন্তু এই হলের পরিকাঠামো নিয়ে শহরবাসীর মধ্যে ক্ষোভ জমা হচ্ছে।
শহরবাসীর বক্তব্য, পুরসভার উদ্যোগে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হলেও টাউনহলের পরিকাঠামোর দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অথচ সে দিকটি প্রশাসন ভ্রুক্ষেপ করছে না বলেই তাঁদের মত। মূলমঞ্চের আলোর প্রক্ষেপণ ব্যবস্থা, সাউন্ড সিস্টেমের আধুনিকীকরণ এগুলি খুব প্রয়োজন। শুধু তাই নয় শহরবাসীর বক্তব্য, প্রবেশপথে দরজা বন্ধের যন্ত্র খারাপ থাকায় প্রবেশ-প্রস্থানের সময় আওয়াজ হয়, বাতানুকূল যন্ত্র ঠিকমত কাজ না করায় দর্শকদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়। এই অসুবিধাগুলি দূর করার জন্য প্রশাসনের কাছে একাধিকবার অনুরোধ করা হয়েছে বলে মত বাসিন্দাদের।
শহরের বাসিন্দারা বলছেন, বর্ধমান শহর পশ্চিমবঙ্গের মধ্যে সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান বলে বিবেচিত। সেখানে শহরের সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র টাউন হল এরকম কেন হবে এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আরও পড়ুনঃ নদী ছেড়ে কৃষিজমিতে নজর বালি কারবারিদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের
বিষয়টি নিয়ে বর্ধমান পুরসভার সচিব জয়রঞ্জন সেন বলেন, টাউনহলের বাতানুকূল যন্ত্রগুলি সারানোর কাজ প্রশাসনের উদ্যোগে শুরু করা হয়েছে। অন্য প্রস্তাবগুলিও বেশ গুরুত্বপূর্ণ। টাউন হল সংস্কারের জন্য প্রশাসন যে পরিকল্পনা তৈরি করেছে সেখানে এগুলির কথা রাখা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584