পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
দাড়িভিটকাণ্ডে সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুবার্ষিকীর আগেই ক্ষোভ উগরে দিলেন রাজেশ তাপসের পরিবার। পাশাপাশি বছর পেরোলেও সিবিআই তদন্তের ঘোষণা না হওয়ায় দাড়িভিটকাণ্ডে মৃতের পরিবার বিজেপি ছাড়ার হুমকিতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও বিজেপি নেতৃত্বের আশা খুব শীঘ্রই মিলবে সিবিআই তদন্ত।
দাড়িভিটকাণ্ডে গত বছর ২০ সেপ্টেম্বর গুলিতে নিহত হয়েছিল স্থানীয় দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মন। গুলিতে মৃত দুই ছাত্রের মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই বিজেপি নেত্রী ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা নারী ও শিশুকল্যাণ দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মৃত তাপস বর্মনের মা মঞ্জু বর্মন বলেন, “আমাদের ছেলের খুনের এক বছর পার হতে চললেও আমরা সুবিচার পেলাম না। দিল্লীতে গেলেও আমাদের সাংসদ মন্ত্রী আমাদের সাথে দেখা করে না। একদিনও পার্লামেন্টে রাজেশ তাপসের সুবিচারের কথা বলেননি সাংসদ। আমি কোনও দলে থাকব না বিজেপিতেও থাকব না। প্রয়োজনে বাড়ি জমি বিক্রি করেও বিচারের জন্য লড়ব। এখন স্মরণসভা করতে স্কুলের মাঠে পুলিশ প্রশাসন অনুমতি দিচ্ছে না। স্মরণসভা স্কুলের মাঠেই হবে। আমরা আমাদের মতো স্মরণসভা করব ওরা ওদের মতো করুক”।
আরও পড়ুনঃ বচসার জেরে পুজোর আগে দোকান ভাঙচুর
অন্যদিকে মৃত রাজেশ সরকারের বেদনাবহুল মা ঝর্ণা সরকার বলেন, “আমাদের বাড়িতে বড় করে বিশ্বকর্মা পুজো হয়। আজকে ছেলে থাকলে কতো আনন্দ করত। কিন্তু এখনও কোনও বিচার হলো না। প্রশাসন স্মরণসভার অনুমতিও দিচ্ছে না।” এই কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সব মিলিয়ে দারিভিটকাণ্ডে মৃতের পরিবার এখন দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584