সুদীপ পাল,বর্ধমানঃ
দু’মাসের শিশু পুত্রের ডান হাতের বুড়ো আঙ্গুলের ডগা কেটে দিয়েছেন জুনিয়ার ডাক্তারেরা। এমনটাই অভিযোগ উঠল বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে। স্যালাইনের চ্যানেল করার সময়ে এই আঙ্গুলের ডগা কেটে দিয়েছেন ডাক্তারেরা এমনটাই অভিযোগ করেন শিশুর বাবা। অভিযোগ জানানো হয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপারের কাছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আঙ্গুল বাদ যায়নি চ্যানেল খুলতে গিয়ে আঙ্গুল কেটে গিয়েছে।
জানা যায়, মঙ্গলকোটের শিমুলিয়া বাসিন্দা ইমরান সেখ নামে এই শিশুটিকে গত রবিবার মেডিকেল শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়। শিশু আমাশয় ভুগছিল।
শিশুর বাবা সিটু শেখের অভিযোগ, এক জুনিয়র ডাক্তার ছেলের হাতে স্যালাইনের চ্যানেল বদল করতে আসেন। তখন ইমরানের বুড়ো আঙুলে থাকা লিউকোপ্লাস্ট খুলতে গেলে তার ডান হাতের বুড়ো আঙ্গুলের ডগাটি বাদ চলে যায়। শিশুটির পরিবারের লোকজন সংশ্লিষ্ট জুনিয়ার ডাক্তারের কাছে ক্ষোভ প্রকাশ করেন।
মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার প্রবীর সেনগুপ্ত বলেন, অভিযোগ পাওয়ার পরেই সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় আধিকারিকের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। শিশুটিকে পরীক্ষা করেছেন সার্জারি বিভাগের চিকিৎসকরা। তাঁরা বলছেন, শিশুটির আঙ্গুল কেটে গিয়েছে এছাড়া কোন সমস্যা নেই। দ্রুত ক্ষতস্থান সেরে যাবে।
আরও পড়ুনঃ পিকআপ ভ্যানের ধাক্কায় আহত স্কুল ছাত্রী
হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছেন, আর কোন সমস্যা নেই। রোগীর পরিবারের সাথে কথা বলা হয়েছে। সমস্যা মিটে গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584