নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত কয়েক দিন ধরে পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা সোমনাথ বেরা নিখোঁজ থাকার পর আজ সকাল বেলায় পাশের এক কচুরিপনা পূর্ণ পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়,এতে ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকাবাসী,পরে ময়না থানার পুলিশ এলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ আধিকারিকদের।উল্লেখ্য গত ২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সোমনাথ বেরা,কিন্তু পরিবারের লোকজন বারবার পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি,আজ হঠাৎ পাশের কচুরিপনা পূর্ণ খাল থেকে তাঁর মৃতদেহ উত্তর হওয়াতে ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকাবাসী,অবশেষে পুলিশ কর্তাদের ওপর আঙুল তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গোটা এলাকাবাসী,এলাকাবাসীর অভিযোগ এতে পুলিশ কর্তা ও স্থানীয় কিছু ব্যক্তির হাত রয়েছে,যদিও এই ব্যাপারে কোনও উত্তর পাওয়া যায়নি পুলিশ প্রশাসনের কাছ থেকে তাঁদের বক্তব্য গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: কুয়ো থেকে ঝুলন্ত যুবকের দেহ উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584