পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রীদের সাথে দ্বাদশ শ্রেনীর ছাত্রদের কুরুচিপূর্ণ ব্যবহারের প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ডালখোলা হাইস্কুল বন্ধ করে দেয় অভিভাবকরা।এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে,ডালখোলা হাই স্কুলের ক্লাসরুমে ঢুকে সিগারেট খেয়ে তার ছাত্রীদের তাক করে ধোঁয়া ত্যাগ করা সহ কুরুচিকর অছাত্র সুলভ ব্যবহার করে দ্বাদশ শ্রেণীর কিছু ছাত্র।এমনকি ছাত্রীদের জোর করে সিগারেট খাওয়ানোরও অভিযোগ উঠেছে।
এই ঘটনায় অভিভাবকরা স্কুলে এসে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবীতে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।
অভিযোগ,প্রধান শিক্ষক অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা ও উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে অফিস থেকে বের করে দিয়ে স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে।
অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকবে বলে হুমকি দিয়েছে জনতা।
অভিভাবকরা জানিয়েছেন, স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে, মেয়েদের উপর নানারকম অত্যাচার চলছে।কিন্তু ডালখোলা হাইস্কুল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই।
আরও পড়ুনঃ ভুল তথ্যে ‘নির্মল’ ঘোষণা, জামালদহে বিক্ষোভ বিজেপির
প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস যদিও বিষয়টি পরিচালন সমিতির সাথে আলোচনা করে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584