পিয়ালী দাস,বীরভূমঃ
কাটমানি ফেরতের দাবিতে দিনভর উত্তাল বীরভূমের বিভিন্ন থানা এলাকা। লাভপুরে কাটমানি নেওয়ার অভিযোগে কির্নাহার থেকে সাঁইথিয়া আসার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ।রাস্তার উপরে টায়ারে আগুন লাগিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে লাভপুর থানা থেকে পুলিশ গিয়ে অবরোধ উঠিয়ে দেয়।
অন্যদিকে পারুই থানাতে বিজেপির নেতৃত্বে কাটমানি ইস্যু নিয়ে থানা ঘেরাও করে এলাকার লোকজন। পুলিশ হস্তক্ষেপ করলে পরে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
ইলামবাজার থানা গঙ্গাপুর গ্রামে তৃণমূল সভাপতি শ্যামল মুখোপাধ্যায় এর বাড়ি ঘেরাও করে রাখে স্থানীয় বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ শ্যামল মুখোপাধ্যায় বিভিন্ন সরকারি প্রকল্প থেকে কাটমানি নিয়েছে।অবিলম্বে তা ফেরত দিতে হবে নইলে ঘেরাও মুক্ত হবে না ওই তৃণমূল নেতা। পরে ইলামবাজার থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।
দিনভর উত্তেজনার পরে সবশেষ সাঁইথিয়া থানা বনগ্রাম অঞ্চলে ভালদা গ্রামে তৃণমূল নেতা বাপি দেবনাথকে মারধর করে জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ গোয়ালতোড়ে কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ বিজেপির
অভিযোগ,এই তৃণমূল নেতা বাপি দেবনাথ সরকারি প্রকল্পের আওতায় গরিব মানুষদের কাছ থেকে কাটমানি নিয়েছে,সেই কারণে গ্রামবাসীরা তাকে ঘেরাও করে প্রথমে বিক্ষোভ দেখায়,পরে মারধর করে।নেতার কলার ধরে রাস্তাতে টেনেহিঁচড়ে চলে কিল, চড়, লাঠির বাড়ি, একপ্রকার প্রাণ বাঁচাতেই আগামী ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে লিখিত দিলে তবেই বিক্ষোভরত গ্রামবাসীদের কাছ থেকে মুক্তি পায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584