দেবোত্তর সম্পত্তিতে গুসকরা পৌরসভা নির্মিত অঙ্গনওয়াড়ী কেন্দ্রে চলছে ক্লাব

0
77

সুদীপ পাল,বর্ধমানঃ

মালিকানা না দেখেই দেবোত্তর সম্পত্তির ওপর অঙ্গনওয়াড়ী ভবন তৈরী করে গুসকরা পৌরসভা। ২০১৩ সালে গুসকরা পৌরসভার ১৫নং ওয়ার্ডে একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব আসে। অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি তৈরী হয় ১৫ নম্বর ওয়ার্ডের সুশীলা লোহারপাড়ায় যা হওয়ার কথা ছিল ওই ওয়ার্ডের সুশীলা প্রাথমিক বিদ্যালয়ে। নির্মাণের ক্ষেত্রে জায়গার মালিকানা খতিয়ে না দেখেই একটি দেবোত্তর সম্পত্তির ওপর অঙ্গনওয়াড়ী ভবন তৈরী হওয়ায় এখন সমস্যার সৃষ্টি হয়েছে। কিভাবে আচমকাই জায়গার স্থান পরিবর্তন হয়ে গেল তা নিয়েও উঠছে প্রশ্ন।

পৌরসভা নির্মিত অঙ্গন ওয়াড়ী কেন্দ্রে চলছে ক্লাব।নিজস্ব চিত্র

পুরসভা সূত্রে জানা যায়, পুরসভার পক্ষ থেকে বর্ধমানের সদর মহকুমা শাসক (উত্তর)-এর কাছে তিনি চিঠি লিখে সমগ্র ঘটনা জানানো হয়েছে। গুসকরা পুরসভার পুরপতি বুর্ধেন্দু রায় জানিয়েছেন, যে সময় এই অঙ্গনওয়াড়ী কেন্দ্র অনুমোদনের নির্দেশ আসে সেই সময় আমি ক্ষমতায় ছিলাম না। ওয়ার্ডের কাউন্সিলার সনাতন বোসরায় দিকেই অনেকেই আঙুল তুলছেন। এদিকে অঙ্গনওয়াড়ীটি বর্তমানে বেদখল করেছে একটি ক্লাব। দীর্ঘদিন ধরেই তাঁদের এই জায়গায় একটি ক্লাব ছিল বলে তাঁদের মত। অঙ্গনওয়াড়ী কেন্দ্রের নাম মুছে দিয়েই সেখানে ক্লাবের নাম লিখে দেওয়া হয়েছে। ২০১৩ সালে গুসকরা পুরসভায় মোট ৭টি এই কেন্দ্র তৈরীর অনুমোদন দেওয়া হয়। তা নিয়ে প্রয়োজনীয় অনুমোদনও নেওয়া হয় জেলা স্কুল সংসদ থেকে। প্রশ্ন উঠছে এত টাকা খরচা করে তাহলে এসবের মানে কি? উত্তর জানা নেই অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শিশুদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here