সুদীপ পাল,বর্ধমানঃ
পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থেকে মিঠাপুর ও ইকরা হয়ে যে রাস্তাটি হরিপুরের দিকে গেছে সেই রাস্তার পাশেই বালানপুর গ্রাম। ইকরা শিল্পতালুকের বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। রাস্তাতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ।
কিন্তু অভিযোগ,রাতের অন্ধকারে জামুড়িয়া হরিপুরের সংযোগকারী রাস্তার উপর দিয়ে চলছে অবৈধ কয়লা বোঝাই গাড়ি। বালানপুর এবং ইকরার সংযোগস্থলে একটি রেলগেট আছে। এখানে লোহার ফ্রেমের কাঠামো বসানো হয়েছিল। কয়লা বোঝাই একটি ট্রাক সেই কাঠামোয় ধাক্কা মারে। এছাড়াও অবৈধ কয়লা বোঝাই লরির ধাক্কায় বালানপুর হরিমন্দিরের কাছে বিদ্যুতের খুঁটিতে লাগায় বিদ্যুতের তার নেমে এসেছিল। বিদ্যুৎ দপ্তর অন্য খুঁটি লাগিয়ে সেই সমস্যার সমাধান মিটিয়ে ছিল। কিন্তু তারপরেও আবার এই কয়লা বোঝাই ট্রাকের জেরেই বিদ্যুতের সমস্যা হয় এবং শর্টসার্কিট হয়ে গোটা গ্রাম বিদ্যুৎ হয়ে পড়েছিল। পথ আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা।
তাঁদের দাবি ছিল,এলাকায় অবৈধ কয়লা খনন করা যাবে না। দ্বিতীয়তঃ রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলের উপর লাগাম টানতে হবে। প্রশাসনের আশ্বাসে সে বিক্ষোভ মিটে গেলেও তার পরে অনেক দিন কেটেছে। কিন্তু কয়লা বোঝাই গাড়ি রাত হলেই চলছে নিয়মিতভাবেই।
আরও পড়ুনঃ পঞ্চায়েত অফিসে আগুন
প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, কয়লা খননের বিষয়ে কোনো অভিযোগ জমা পড়েনি। তবে ভারী যানবাহন যাতে রাস্তা দিয়ে না চলে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584