সুদীপ পাল,বর্ধমানঃ
দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত অফিসে আসেন না, ফলে আটকে থাকে সমস্ত কাজ। অবশেষে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে এবং পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন একদল বাসিন্দা। বুদবুদের চাকতেঁতুল পঞ্চায়েত প্রধান অশোক ভট্টাচার্য পঞ্চায়েত অফিসে আসতে পারেন এই খবর পেয়ে বাসিন্দারা জড়ো হয়েছিলেন। কিন্তু তিনি না আসায় সেই ক্ষোভ চরম আকার ধারণ করে। প্রধানের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অভিযোগ এই সময়ে প্রধানের বাড়িতে ভাঙচুর চালানো হয়।
যদিও বিক্ষোভকারীরা পাল্টা অভিযোগ করছেন,প্রধান এবং তার দুই সঙ্গী এক বিক্ষোভকারীকে মারধর করেছেন।
জানা যায়,চাকতেঁতুল পঞ্চায়েতের প্রধান অশোকবাবুর বিরুদ্ধে এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানান অভিযোগ তুলে আসছেন। সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ সমস্ত দুর্নীতিতেই মানুষ তাঁর বিরুদ্ধে ক্ষিপ্ত ছিলেন বলে জানা যাচ্ছে।
বাসিন্দাদের অভিযোগ,নর্দমা তৈরি না করেই ভুয়ো মাস্টাররোল তৈরি করে টাকা তুলে নেয়া হয়েছে।সেই টাকা নয়ছয় করা হয়েছে।বিডিওর কাছেও তাঁরা অভিযোগ করেছিলেন বলে জানা যায়।
স্থানীয় মানুষরা বলছেন, ভোটের ফল বেরোনোর পর আর পঞ্চায়েত অফিসে আসছেন না প্রধান।ফলে নানা কাজে আসা মানুষজন সমস্যায় পড়ছেন।পঞ্চায়েত প্রধান অফিসে আসবেন এই খবর পেতে একদল মানুষ পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন। তাঁরা দাবি করতে থাকেন সব কাজের হিসেব দিতে হবে প্রধানকে। দীর্ঘক্ষন পেরিয়ে গেলেও প্রধান অফিসে না আসায় তাঁরা প্রধানের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।
যদিও দুর্নীতির সাথে যুক্ত এই অভিযোগ অস্বীকার করছেন প্রধান।প্রধানের দাবি তিনি কোনরকম দুর্নীতির সাথে যুক্ত নন।তদন্ত করলেই সমস্তটা পরিষ্কার হবে।এই বাড়িতে হামলার জন্য তিনি বিজেপিকে দায়ী করেছেন।
যদিও বাসিন্দাদের পাল্টা অভিযোগ,বিক্ষোভকারীদের মধ্যে একজন ছিলেন সুভাষ বাগদি।অশোকবাবু এবং তাঁর সহযোগীরা তার মাথা ফাটিয়ে দেয়।
আরও পড়ুনঃ আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, পাল্টা বাইক ভাঙচুর
বিজেপির দিকে অভিযোগের তীর উঠলেও বিজেপি নেতা তপন বাগদি দাবি করেন, মানুষের ক্ষোভের কারণে এই ঘটনা ঘটেছে।দলের সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584