সাতদফা দাবীতে অঙ্গনওয়ারী কর্মীদের বিক্ষোভ ডেপুটেশান পূর্বস্থলী ২

0
66

শ্যামল রায়,কাটোয়াঃ

পশ্চিমবঙ্গ আই সি ডি এস কমিটির উদ্যোগে সাতদফা দাবি নিয়ে ব্লক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিকের কাছে ডেপুটেশান দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্বে ছিলেন অঙ্গনওয়ারী কর্মী অঞ্জু দেবনাথ সরস্বতী দাস শুক্লা দাস প্রমুখ কর্মী ও সহায়িকরা।কর্মীদের অভিযোগ যে কেন্দ্র ও রাজ্য সরকার তাদের মত গরীব ঘরের মহিলাদের বঞ্চিত করে যাচ্ছে বছরের পর বছর।রাজ্য সরকার চরম ভাবে তাদের বঞ্চিত করছে বলে অভিযোগ।সাতদফা দাবির মধ্যে উল্লেখযোগ্য সমকাজে সমবেতন, মজুরিবৃদ্ধি, মহিলাদের নিরাপত্তা, প্রকল্পে যুক্ত কর্মী সহায়িকাদের স্থায়ীকরণ সহ একাধিক দাবি। এছাড়াও কর্মী সহায়িকা দাবি তোলেন যে ডিম এবং সবজির ক্ষেত্রে অর্থ বরাদ্দ বেশি করে করতে হবে। এছাড়াও ব্লকের বিভিন্ন অঙ্গনওয়ারী কেন্দ্র গুলি বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেগুলো সংস্কার করে লেখাপড়ার পরিবেশ এবং পরিকাঠামো উন্নয়ন করতে হবে।

চলছে বিক্ষোভ।নিজস্ব চিত্র

ব্লকের শতাধিক কর্মী সহায়িকা পূর্বস্থলী ২ নম্বর ব্লক অফিস পাটুলি অফিসে জমায়েত হয় এবং বিক্ষোভ দেখান নেতা নেত্রীরা বক্তব্য রাখেন সেইসাথে ডেপুটেশন দেন।কমিটির তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয় সেবা প্রকল্পের আধিকারিক অরিন্দম রায়কে।
ডেপুটেশন হাতে পেয়ে অরিন্দম রায় বৃহস্পতিবার জানিয়েছেন যে, অঙ্গনওয়ারী কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে একটি স্মারকলিপি হাতে পেয়েছি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here