নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রায়গঞ্জের জয়ের সঙ্গে এবার দ্বিতীয় স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল মেদিনীপুরের ছাত্র অনিক। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় জায়গা করে নিল অনিক।উচ্চ মাধ্যমিকে ৪৯৮ নম্বর পেয়ে রাজ্যের সম্ভবত মেধাতালিকায় দ্বিতীয় হয়েছে মেদিনীপুর শহরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অনিক জানা।
অনিকের এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক থেকে শুরু করে পরিবারের সকলেই। মেদিনীপুরের মীর বাজার এলাকার বাসিন্দা অনিক জানা মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছিল।উচ্চমাধ্যমিকে সে রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় খুশি মেদিনীপুর শহরের বাসিন্দারা। আগামী দিনে পদার্থবিজ্ঞানী হবে বলে সে জানিয়েছে।
আরও পড়ুনঃ বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুলের গৌরব মন্ডলের প্রাপ্ত নম্বর ৪৯৯
তিনি তার এই সাফল্যের জন্য তার বাবা-মায়ের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের ও গৃহ শিক্ষকের অবদানের কথা উল্লেখ করেন। বাবা যাদব জানা ও মা মামনি জানা ছেলের সাফল্যে খুব খুশি।অপরদিকে ওই বিদ্যালয়ের ছাত্র সৌগত মাজি ৪৯৪ নম্বর পেয়ে মেধাতালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেছে।
আরও পড়ুনঃ প্রকাশিত হল উচ্চমাধ্যমিক ২০২০ সালের ফলাফল, পাশের হার ৯০.১৩ শতাংশ
মেদিনীপুর শহরের বরিশাল কলোনি এলাকার বাসিন্দা পেশায় বীমাকর্মী সুভাষ মাজি ও গৃহবধূ বনশ্রী মাজি ছেলে সৌগতর সাফল্যে খুশি। আগামী দিনে সৌগত ডাক্তার হতে চায় বলে জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584