নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলের কৃষকদের কৃষি ক্ষেত্রে জলাভাব মেটাতে কংসাবতী নদীতে তৈরি নবনির্মিত অ্যানিকেট জলাধার থেকে আজ জল ছাড়ার প্রক্রিয়ার সূচনা হল।
আজ ৩০০ কিউসেক জল ছাড়ার মাধ্যমে কর্মসূচির সূচনা করেন জেলাপরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি। তিনি জানান, “মুখ্যমন্ত্রীর অন্যতম স্বপ্নের প্রকল্প এই অ্যানিকেট জলাধার তৈরি। কারণ এই জলাধারের জলের উপর নির্ভর করে প্রায় ৮০ হাজার হেক্টর জমির চাষ। ফলে কয়েক হাজার চাষী উপকৃত হবেন কৃষি ক্ষেত্রে।
আরও পড়ুনঃ পা পিছলে পড়ে কুলিক নদীর জলে নিখোঁজ বৃদ্ধ
এই জলাধারে জল সংরক্ষণ করে রাখা হবে, যাতে কৃষি ক্ষেত্রে পর্যাপ্ত জল সরবরাহ করা যাবে।” এই জল ছাড়ায় খড়্গপুর ২, নারায়ণগড়, ডেবরা, পিংলা, পাঁশকুড়া ব্লক ও সবং ব্লকের কিছু অংশের চাষীরা উপকৃত হবেন বলেও জানান রমাপ্রসাদ গিরি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584