মাত্র ২৯ দিনের বাচ্চা নিয়ে কান্দি পৌরসভায় মনোনয়ন জমা করে নজির সুকণ্যা দত্তের

0
66

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভা নির্বাচনকে ঘিরে কান্দি মহকুমা শাসকের অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ায় বুধবার সকাল থেকেই ভীড় ছিল। বুধবার কান্দি মহকুমা শাসক কার্যালয়ে মাত্র ২৯ দিনের কন্যা সন্তানকে কোলে নিয়ে মনোনয়ন পত্র জমা করে নজির গড়লেন ৪ নম্বর ওয়ার্ডের সুকণ্যা দত্ত।

TMC candidae
২৯ দিনের বাচ্চা কোলে নিয়ে তৃণমূল প্রার্থী সুকণ্যা দত্ত। নিজস্ব চিত্র

কান্দি পৌরসভার মোট ১৮ টি ওয়ার্ডের প্রার্থীরা সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে উপস্থিত হয়েছেন আজ। এদিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বামফ্রন্ট, বিজেপি সহ একাধিক ওয়ার্ডে ভোট লড়ার জন্য নির্দল প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। কান্দি পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রার্থী না করায়, তৃণমূল ছেড়ে বিজেপি থেকে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা করলেন ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা গৌরাঙ্গ গোপাল সাহা।

এদিন মনোনয়ন ঘিরে কান্দি মহকুমা শাসকের অফিস চত্ত্বরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন কান্দির এসডিপিও সাগর রাণা ও কান্দির আইসি সুভাষ চন্দ্র ঘোষ সহ একাধিক পুলিশ অফিসার।

বুধবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে মিছিল করে কান্দি মহকুমা শাসক দফতরে তৃণমূলের হয়ে কান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেন সুকণ্যা দত্ত। ২৯ দিনের বাচ্চা নিয়ে ভোটে লড়াইয়ের বিষয়ে সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী দিনে নিজের এলাকায় উন্নয়ন করতে চাই। মানুষের উন্নয়ন আমার একমাত্র লক্ষ্য। নিজের শিশু কন্যাকে কোলে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে পেরে খুশি। মানুষ আমার সাথে থাকবে। আমার জয় হবে আমি নিশ্চিত।”

আরও পড়ুনঃ স্বস্তিতে সুফিয়ান, আগাম জামিন মঞ্জুর শীর্ষ আদালতে

মনোনয়ন পত্র জমা দিয়ে তৃণমূল প্রার্থী সুকন্যা দত্ত এদিন আরও জানান, “পৌরসভার ভোটে দাঁড়ানোর জন্য আগেই ঠিক ছিল, কিন্তু সময়ের গতিতে বাচ্চা। যাইহোক উপায় তো আর নেই তাই বাচ্চা নিয়েই এসেছি।” কান্দি পৌরসভা ভোটে এই প্রথম দাঁড়িয়ে জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী বলে জানান তিনি।

আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে বিজেপি থেকে কান্দি পৌরসভার ২ নং ওয়ার্ডের প্রার্থী গৌরাঙ্গ গোপাল সাহা

এদিন কান্দি শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন আইএনটিটিইউসি মুর্শিদাবাদ জেলা সভাপতি তথা কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম সরকার ও কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ সুন্দর ত্রিবেদী। উল্লেখ্য, গত মঙ্গলবার কান্দি পৌরসভার ৭ জন তৃণমূলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আজকে ১১ জন জমা দেওয়ার পর কান্দি পৌরসভার ১৮ টা ওয়ার্ডেই তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মনোনয়ন জমা সম্পূর্ণ হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here