জাগো বাংলায় লেখার জেরে সাসপেন্ড প্রয়াত সিপিআইএম নেতার মেয়ে অজন্তা বিশ্বাস

0
77

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সিপিআইএমের দাপুটে নেতা প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস দলীয় শস্তির মুখে। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় একটি উত্তর সম্পাদকীয় লেখার অপরাধে তিন মাসের জন্য দল থেকে সাসপেন্ড করা হল সিপিআইএমের আঞ্চলিক কমিটির সদস্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা অজন্তা বিশ্বাসকে।

CPIM Suspended Ajanta Biswas
সৌজন্যেঃ হিন্দুস্তান টাইমস

গতমাসে তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলায় একটি উত্তর সম্পাদকীয় নিবন্ধ লেখেন অজন্তা, বিষয় ছিল ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’। নিবন্ধের প্রথম কিস্তি প্রকাশিত হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অনিল কন্যা অজন্তা। শেষ কিস্তিতে অজন্তা লেখেন বঙ্গ রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের কথা। তৃণমূলনেত্রীর লড়াইকে কুর্নিশ জানিয়ে অজন্তা লেখেন, নন্দীগ্রামের জমি আন্দোলনে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ের কথাও।

আরও পড়ুনঃ নৈনিতালে বাসের সামনে ভয়াবহ ধস, মৃত্যুর মুখ থেকে ফিরলেন ১৪ জন যাত্রী

নিবন্ধের শেষ কিস্তিটি প্রকাশের পরই দলবিরোধী কাজের কারণে অজন্তা বিশ্বাসকে শোকজ করে দল। শোকজের উত্তরে অজন্তা জানান, , ইতিহাসের শিক্ষার্থী হিসেবে তাঁর গবেষণার অন্যতম বিষয় বঙ্গ নারী।লেখাটির বিষয়ও ঠিক তাই। এই লেখায় রয়েছেন স্বাধীনতা আন্দোলনে জড়িত নেত্রীদের কথা, তেমনই রয়েছে জাতীয়তাবাদী নেত্রীদের কথাও এবং স্বাভাবিক ভাবেই এসেছে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কথাও।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসার মামলার রায়ে চিন্তিত নয় দল, লেখা হল তৃণমূলের দলীয় মুখপত্রে

সে উত্তর পছন্দ হয়নি সিপিআইএম নেতৃত্বের। জেলা কমিটির কাছে আঞ্চলিক কমিটি সুপারিশ করে অজন্তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করার। আজ ছিল দলের এবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানানোর দিন। সিদ্ধান্ত নেওয়া হয় আঞ্চলিক কমিটির সুপারিশ মেনে অজন্তা বিশ্বাসকে তিন মাসের জন্য দল থেকে সাসপেন্ড করার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here