জুনিয়রদের মঞ্চে অনিল কাপুর

0
186

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ঊর্মিলা মাতন্ডকরের পর এবার জুনিয়র ডান্স মাস্টারদের মাতিয়ে তুলতে আসছেন অনিল কাপুর।চ্যানেল সূত্রে জানা গিয়েছে আগামী ২২ ও ২৩ মে’র পর্ব দুটিতে আসছেন রোম্যান্টিক-অ্যাকশন হিরো অনিল কাপুর।

anil kapoor and mithun da | newsfront.co

তিনি একাধারে রোম্যান্টিক অন্যদিকে অ্যাকশন হিরো, একইসঙ্গে তিনি কমেডিয়ানও বটে। বলতে দ্বিধা নেই চিরতরুণ তিনি। ছোটদের সঙ্গে নাচের মঞ্চে তিনিও মেতে উঠবেন নিজের নৃত্য ক্যারিশ্মায়।মহাগুরুর সঙ্গে নস্ট্যালজিয়ায় ভাসবেন তিনি। থাকবে আরও অনেক চমক। জানতে হলে দেখতে হবে স্টার জলসা।

dev anil kapoor and jishu | newsfront.co

আরও পড়ুনঃ টেলিভিশনে সর্বজয়ার আগমন

শো’র ডিরেক্টর-প্রোডিউসর শুভঙ্কর চ্যাটার্জি জানান- “এ বারের প্রতিযোগীরা খুব লাকি। এই প্রথমবার বাংলার কোনও রিয়ালিটি শো-তে অনিল কাপুর। তিনি নাচবেন, মজা করবেন, সকলকে আনন্দ দেবেন। বাকিটা জানতে হলে দেখতে হবে পর্ব দুটি।”‘ডান্স ডান্স জুনিয়র- সিজন টু’ দেখুন শনি ও রবি রাত সাড়ে ৯ টায়, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here