পশুপ্রেমের অনন্য নজির গড়লেন নাসিরুদ্দিন

0
63

সুদীপ পাল,বর্ধমানঃ

animal lover nasiruddin
শেখ নাসিরুদ্দিন। নিজস্ব চিত্র

একসাথে একাধিক কুকুরকে মেরে দেওয়ার ফলে রাজ্য যখন উত্তাল তখন বর্ধমানের কেন্দ্রীয় ডাকঘরের কর্মী শেখ নাসিরুদ্দিন পশুপ্রেমের এক অনন্য নিদর্শন তৈরি করছেন।রাস্তার কুকুরদের জন্য নিয়ম করে দুবেলা খাবার দেওয়া তাঁর নেশা।প্রায় ৮৬টি কুকুরকে তিনি নিয়মিত খাবার দিচ্ছেন।নাসিরুদ্দিনের কথায়, “প্রতিদিন ৯ কেজি চালের ভাত ও ২ কেজি পাঁঠার মাংস রান্না করা হয়।”তারপর সেটি মিশ্রন করে দেওয়া হয় কুকুরদের। কার্জন গেট সংলগ্ন গির্জা, লক্ষ্মীপুর মাঠ ও তিনকোনিয়া-স্টেশন চত্বরে কুকুরদের নিয়মিত খাবার দিচ্ছেন নাসিরুদ্দিন।

আরও পড়ুনঃ কাঁকসার বন্ধ ছাগল খামার চালু করার আশ্বাস প্রশাসনের

নিজে কোন রকম প্রচার চাননা।তাই প্রচারের আলোয় আসার ইচ্ছেও তাঁর সেই ভাবে নেই। এত কুকুর দিয়ে খাওয়ানো হয় এই নিয়ে কি সংসারে কখনো অশান্তি হয়েছে? উত্তরে তিনি জানান, কোন রকম অশান্তি হয়নি বরং নাসিরুদ্দিনের পাশে তাঁর পরিবার।এলাকার বাসিন্দারা বলছেন, পশুদের প্রতি ঘৃণা নয় বরং প্রেম কিভাবে দেখানো যায় তার গল্প শোনাচ্ছেন নাসিরুদ্দিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here