নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পরিবর্তনের পর বিগত কয়েক বছরে জঙ্গল মহলের প্রত্যন্ত এলাকার মানুষজনদের এবং তাদের পরিবারগুলোকে আর্থিকভাবে স্বচ্ছল করে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
যার মধ্যে অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ হল প্রাণীপালন। আর এই প্রাণীপালনে জোর দিয়ে একদিকে যেমন এই প্রান্তিক পরিবারগুলোকে আর্থিক স্বনির্ভর করা দরকার।
তেমনই অন্যদিকে রাজ্যের মানুষের জন্য মাংস, ডিম, দুধের জোগানে রাজ্যের স্বনির্ভর হওয়া ۔۔ সেই উদ্দেশ্যে বিগত কয়েক বছরে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পঁচিশ হাজারেরও বেশি পরিবারকে মুরগির বাচ্চা অথবা ছাগল কিংবা গাভী প্রদান করা হয়।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশন পরিদর্শন
এর পাশাপাশি প্রাণীসম্পদ বিভাগের পক্ষ থেকে প্রাণীপালকদের প্রশিক্ষণ সহ সঠিক পদ্ধতিতে টিকাকরন ও ইন্সুরেন্সের ব্যবস্থাও করা হয়। তারই প্রক্রিয়া হিসাবে মঙ্গলবার শালবনী ব্লকের ৫৩ টি পরিবারকে পঞ্চায়েত সমিতির প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে ৫ টি করে ছাগল তুলে দেওয়া হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ বিমল মাহাতো ও প্রাণিসম্পদ উন্নয়ন অধিকারিক সৌমিত্র ঘোষ প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584