কুশমন্ডির পশু চিকিৎসালয় গবাদি পশুর আখড়ায় পর্যবসিত

0
143

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

Animal treatment at Kushmandi
নিজস্ব চিত্র

গবাদিপশুর আখড়ায় পরিণত হয়েছে কুশমন্ডি এলাকার পানিশালা খন্ডার পাড়া পশু চিকিৎসালয়।

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ২ নং করঞ্জি গ্রাম পঞ্চায়েতের পানিশালা খন্ডার পাড়া এলাকায় অবস্থিত পশ্চিম বঙ্গ সরকারের প্রানী সম্পদ বিকাশ পশু চিকিৎসালয়‌।

আরও পড়ুনঃ কুকুর নিধনের ঘটনার পক্ষে চিকিৎসকের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

কিন্তু এই পশু চিকিৎসালয়টি দীর্ঘ পাঁচ ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। নোংরা আবর্জনায় ভর্তি‌। কিন্তু হেলদোল নেই কারুর। গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা নৃপেন সরকার জানান “এই পশু চিকিৎসালয়টি দীর্ঘ পাঁচ বছর ধরে পড়ে রয়েছে। আমরা বহুবার দরখাস্ত দিয়েছি পঞ্চায়েতে।কোনো সুরুহা মেলেনি।”

এই প্রসঙ্গে কুশমন্ডি পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা বি এল ডি ডক্টর প্রদীপ পথিক জানান, ” উন্নায়নমুলক কাজ আমরা করে চলেছি,কুশমান্ডি ব্লকে প্রতিটি পঞ্চায়েতে সিঙ্গেল পশু চিকিৎসালয় আছে। স্টাফ নেই বলে বন্ধ আছে।

আমাদের উদ্ধতম কর্তৃপক্ষকে জানাবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here